header banner

দেউচা পাঁচামি কয়লা শিল্পে জোর করে নেওয়া যাবে না আদিবাসীর জমী- প্রতিবাদে ডেপুটেশন

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ দেউচা পাঁচামি কয়লা শিল্পে কোন আদিবাসীর জমি জোর করে নেওয়া যাবে না। আবার যাঁরা স্বইচ্ছায় তাঁদের পাশে থাকার বার্তা দিলেন ভারত জাকাত মাঝি পরগনা মহনের। বৃহস্পতিবার দুপুরে ছ'দফা দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিলেন ওই আদিবাসী সংগঠনের সদস্যরা। এদিন দুপুরে সিউড়ির তিলপাড়া এলাকায় ভিডাব্লিউডি অফিসের সামনে থেকে বিশাল মিছিল করে বেনীমাধব ইনস্টিটিউশনের মাঠে আসেন। সেখান থেকে কয়েকজন প্রতিনিধি গিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেন।

{link}
দেউচা পাঁচামি নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত স্থানীয় আদিবাসীরা। এক অংশের মানুষ চাইছেন শিল্প হোক, তার সাথে হোক উন্নয়ন। আর এক অংশ চাইছেন না, যেমন আছে তেমনই থাক, বরং চাষবাস যেমন হচ্ছিল তেমনই থাক। সেই শিল্পের জমী কেন্দ্র করেও বিপাক পরিস্থিতি। এক অংশের মানুষ সদিচ্ছায় জমি ছেড়ে দিলেও আর এক অংশের মানুষ চাইছেন না। জমি দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে জোর জবরদস্তি করা হচ্ছে বলেও অভিযোগ।  এই বিষয়টিকে কেন্দ্র করেই আদিবাসী সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়। সংগঠনটি দুই পক্ষকেই তাদের সমর্থন জানিয়েছেন। তাদের মূল দাবি, যারা নিজের ইচ্ছে তে জমি প্রদান করছে তাদের পক্ষেও আমরা আছি, কিন্তু যারা জমি প্রদান করতে ইচ্ছুক নয়, তাদেরও জোর করা যাবে না। 
{ads}

news Deucha Panchami Birbhum industry development Tribal people West Bengal India সংবাদ

Last Updated :