header banner

দেশকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব যার কাঁধে, নবনিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চেনেন কি?

article banner

নিজস্ব সংবাদদাতাঃ দেশকে প্রতিনিধিত্ব করার গুরুদায়িত্ব এবার দ্রৌপদী মুর্মুর হাতে। যশবন্ত সিনহাকে পরাজিত করে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু কে এই দ্রৌপদী মুর্মু, কি তার পরিচয়, তা আপনি জানেন কি?

দ্রৌপদী মুর্মু ২০শে জুন, ১৯৫৮ সালে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার আপরবেদা গ্রামে বিরাঞ্চি নারায়ণ টুডুর কাছে একটি সাঁওতালি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এবং দাদাকে বিরক্ত করতেন পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অধীনে গ্রামের প্রধান। সেই গ্রামেই বেড়ে ওঠা তার। দ্রৌপদী মুর্মু শ্যাম চরণ মুর্মুকে বিয়ে করেছিলেন, যিনি পেশায় একজন ব্যাঙ্কার ছিলেন। শ্যাম চরণ মুর্মু ২০১৪ সালে সালে পরলোকগমন করেন৷ শ্যামচরন ও দ্রৌপদী মুর্মুর দুটি পুত্র ছিল, যাঁরা উভয়েই মারা গেছেন, এবং আর একজন কন্যা আছেন যার নাম ইতিশ্রী মুর্মু৷  রাজ্য রাজনীতিতে আসার আগে দ্রৌপদী মুর্মু স্কুল শিক্ষিকা হিসেবে কাজ শুরু করেছিলেন। তিনি শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রায়রাংপুরে একজন সহকারী অধ্যাপক এবং ওডিশা সরকারের সেচ বিভাগে জুনিয়র সহকারী হিসেবে কাজ করেছেন।

{link}

দ্রৌপদী মুর্মুর রাজনৈতিক কর্মজীবন শুরু হয় তার জীবনের বেশ কিছু সময় কেটে যাওয়ার পর। দ্রৌপদী ১৯৯৭ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন এবং রায়রাংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর নির্বাচিত হন। ২০০০ সালে, তিনি রায়রাংপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন হন এবং বিজেপি তফসিলি উপজাতি মোর্চার জাতীয় সহ-সভাপতি হিসাবেও দায়িত্ব গ্রহন করেন।

দ্রৌপদী মুর্মু ১৮ মে, ২০১৫-এ ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে শপথ নেন এবং ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হন। তিনি ওডিশা থেকে প্রথম মহিলা আদিবাসী নেতা যিনি ভারতীয় রাজ্যের গভর্নর হিসেবে নিযুক্ত হন। দ্রৌপদী মুর্মু ১৮ই মে, ২০১৫ সালে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে শপথ নেন এবং ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হন। তিনি ওডিশা থেকে প্রথম মহিলা আদিবাসী নেতা যিনি ভারতীয় রাজ্যের গভর্নর হিসেবে নিযুক্ত হন।

মূল লড়াই এখনও বাকি ছিল। ২০২২ সালের জুনে, দ্রৌপদী মুর্মুকে ২০২২ সালের নির্বাচনে ভারতের রাষ্ট্রপতির জন্য জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী হিসাবে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত করে। তারপর তিনি সেই নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা কে হারিয়ে প্রথম অধিবাসী মহিলা এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে ভারতের কুর্শিতে বসতে চলেছেন। জীবনের আগামী পথের জন্য তাকে আগাম শুভকামনা। 

{ads}

news Draupadi Murmu new President of India BJP life story identity President of India সংবাদ

Last Updated :