header banner

রানাঘাটের শিল্পীর আঁকা ছবি পাড়ি দিতে চলেছে নেদারল্যান্ডসের আমস্টারডামে

article banner

নিজস্ব সংবাদদাতা, নদিয়াঃ রানাঘাটের শিল্পীর আঁকা ছবি এবার পাড়ি দিতে চলেছে নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে। শিল্পীর  নাম সঞ্জু কুন্ডু, বাড়ি নদীয়ার রানাঘাট থানার মাহুত পাড়া এলাকায়। আগামী সোমবারই তার হাতে আঁকা ছবি কুরিয়ারের মাধ্যমে পাড়ি দেবে  বিদেশে।

{link}
গত দুমাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুমনা চক্রবর্তী নামে ওই প্রবাসীর সঙ্গে সঞ্জুর পরিচয় হয়। ওই মহিলা কর্মসূত্রে নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে থাকেন।  জানা যায়, বাগান নামে একটি ফেসবুক পেজের সঙ্গে সঞ্জু এবং সুমনা দুজনেই যুক্ত  রয়েছেন, সেইখান থেকেই  তাদের পরিচয় হয়। সঞ্জুর আঁকা ছবি সুমনার পছন্দ হওয়ায়, তিনি সঞ্জুকে কাজের বরাত দেন । এরপর প্রায় একমাসের চেষ্টায় ক্যানভাসের উপর আক্রেলিক রং দিয়ে  তাদের পারিবারিক ছবি ফুটিয়ে তুলেছেন সঞ্জু।  আগামী সোমবারই এই ছবি কুরিয়ারের মাধ্যমে  পাড়ি দেবে নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে। 

{link}

ছোটবেলা থেকেই সেভাবে প্রথাগতভাবে আঁকা শেখা সম্ভব হয়নি সঞ্জুর। কিন্তু তার ছবি আঁকার প্রতি প্রবল  আগ্রহ ছিল। নিজের চেষ্টায় ছবি এঁকেই তার বড় হওয়া। তিনি ২০১৯ সালে  রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস গোল্ড মেডেল পেয়ে পাশ  করেন। এরপর থেকে এখনও ছবি  আঁকা চালিয়ে যাচ্ছেন সঞ্জু।  এর আগে তার আঁকা ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে  গেছে। তবে এই প্রথম তার আঁকা ছবি পাড়ি দিতে চলেছে বিদেশের মাটিতে। ছেলের আঁকা ছবি বিদেশের মাটিতে পাড়ি দেওয়ার খবর শুনে গর্ববোধ করছেন সঞ্জুর মা।

{ads}

news Drawing art artist Ranaghat Amsterdam Netherlands West Bengal Nadia India সংবাদ

Last Updated :