header banner

পুজোর সময় ভোটের প্রচার নয়, নিজেই জানালেন মুখ্যমন্ত্রী

article banner

পুজো মানেই রাজ্যজুড়ে একটা বৃহৎ উৎসব। যে উৎসবে সামিল হয় আট থেকে আশি সকলেই। সেই পুজোর সময়েই ভোটের প্রচার! তা আবার মানায় নাকি, তাই পুজোর সময় ভোট প্রচারে সায় নেই রাজ্য সরকারের। আজ, শনিবার মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিলেন সেকথা। অক্টোবরের ১০ থেকে ২০ তারিখ পর্যন্ত প্রচার বন্ধ থাকুক, চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ নিয়ে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব।

{link}
বর্ষণ-ক্লান্ত বঙ্গে দেখা গিয়েছে সূয্যিমামার মুখ। রোদ ঝলমলে আকাশে শরতের মেঘ। মাঠে মাঠে কাশফুলের সারি। বাঙালি সেরা উৎসবের মরশুম। এহেন ফেসটিভ মুডের মধ্যেই অযাচিতভাবে চলে এসেছে চারটি কেন্দ্রের উপনির্বাচন। সেপ্টেম্বরের শেষ দিনেই হয়েছে ভবানীপুরে উপনির্বাচন। এদিনই হয়েছে সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের নির্বাচন। বাকি রয়েছে কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার উপনির্বাচন। ৩০ অক্টোবর এই চার কেন্দ্রে ভোট হবে। ফল বের হবে ২রা নভেম্বর। 

{link}
এই চার কেন্দ্রের উপনির্বাচন পর্বের পুরোটাই রয়েছে উৎসবের মরশুমে। সেই উৎসবের আমেজ থেকে বাঙালি যাতে বঞ্চিত না হয়, সেজন্য উৎসবের ‘কোর’ সময়ে প্রচার বন্ধ রাখার পক্ষে মুখ্যমন্ত্রী স্বয়ং। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, পুজোর সময় কাউকে বিরক্ত করবেন না। পুজোও হবে আবার ভোটও হবে। কিন্তু পুজো আনন্দের সময়। তখন ভোটের প্রচার করবেন না। তিনি বলেন, এ নিয়ে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব। যাতে অক্টোবরের ১০ থেকে ২০ তারিখ পর্যন্ত কোনও প্রচার না হয়। এখন দেখার, রাজ্য সরকারের আর্জি মেনে উৎসবের মরশুমে ভোটের প্রচার বন্ধ থাকে কিনা! সেটাই হোক স্বাভাবিক ভাবে এটাই চাইবেন আপামর বাঙালি জাতিও। এহেন সময় প্রচার হলে ভালো লাগে নাকি। পুজো পুজো ভাব, আহ ছন্দ কেটে যাবে তো! 
{ads}

news Durga Puja election election campaign Assembly election Mamata Banerjee TMC BJP West Bengal India রাজনীতি দুর্গাপুজো সংবাদ

Last Updated :