header banner

অবশেষে সন্তানকে ছেড়ে দূরে গেলেন মা, মৃত হস্তিশাবকের দেহ উদ্ধারে সক্ষম বনদপ্তর

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গঃ সুদীর্ঘ চার দিন বাদে উদ্ধার মৃত হস্তিশাবক,উদ্ধার করতে সক্ষম হলেন বনদপ্তরের কর্মীরা। সোমবার দুপুরে ক্রেন লাগিয়ে মৃত হস্তিশাবককে উদ্ধার করতে পারেন বন দপ্তরের কর্মীরা। 

{link}
প্রসঙ্গত গত শুক্রবার জলপাইগুড়ি জেলার বানারহাটের আমবাড়ি চা বাগানে মৃত্যু হয় একটি হস্তিশাবকের। তারপরে  মৃত  হস্তি শাবককে ঘিরে রাখে ১০ থেকে ১৫টি হাতির দল। এরপর মা হাতিটি তার মৃত সন্তানকে শুড় দিয়ে বয়ে জঙ্গলে নিয়ে যায়। মা সন্তানের এই ভালোবাসার চিত্র দেশজুড়ে নজর পড়ে। জঙ্গলে নিয়ে গিয়ে মা হাতিটি তার মৃত হস্তিশাবককে জঙ্গলে কবর দিয়ে দেয়। পরে মা হাতিটি তার মৃত হস্তিশাবককে কবর থেকে উঠিয়ে নেয় নেয় ,এরপর  আশেপাশের রীতিমত পাহারা দেয় ১০ থেকে ১৫ টি হাতির দল। এই বেদনা দায়ক দৃশ্য বনদপ্তর এর  চোখে পড়ে ড্রোন  ক্যামেরা মারফত। পরবর্তীতে বনদপ্তরের কর্মীরা আজ মৃত হস্তিশাবক উদ্ধার করে। মা ও সন্তানের এক অনন্য ভালোবাসার গল্পের সাক্ষি হয়ে রয়ে রইল উত্তরবঙ্গের মানুষ। 
{ads}

news elephant child death forest department North Bengal West Bengal সংবাদ

Last Updated :