header banner

১×২ সেমি কাগজের উপর ১২২৬ টি চিত্র এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম বাগনানের সুস্মিতার

article banner

মাত্র ১×২ সেমি ছোট্ট কাগজের উপর ওয়াটার কালার দিয়ে ১২২৬ টি প্রকৃতির বিভিন্ন চিত্র এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুললেন এক বঙ্গনারী। এই কীর্তি করে দেখিয়েছেন বাগনানের কল্যাণপুরের সুস্মিতা কুন্ডু। মাত্র ২৭ দিনে তা কমপ্লিট করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করেছে সুস্মিতা। 

{link}
বাগনান কল্যাণপুরের সুস্মিতা ছোট থেকে আঁকার নেশা। বাবা-মায়ের অনুপ্রেরণায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের প্রতিযোগিতায় নাম পাঠিয়েছিলেন তিনি। তার সেই চিত্র বিচার করে সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সম্মান জিতে নিল। সুস্মিতার এক একটা ছবি আঁকতে সময় লেগেছে ৫ মিনিট করে,এই ভাবে সে মাত্র ২৭ দিনের মধ্যে ১২২৬ প্রকৃতির বিভিন্ন ছবি আঁকে জলরং এর মাধ্যমে। তারপর সেগুলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ফর্ম ফিলাপ করে পাঠিয়ে দেয়। সেখান থেকে সুস্মিতা সিলেক্ট হয়। ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তার নাম নথিভুক্ত হয়। সংস্থার পক্ষ থেকে তাকে সম্মান স্বরূপ পাঠানো হয় একটি মেডেল ,পেন,শংসাপত্র, ইন্ডিয়া বুক অব রেকর্ডসের লোগো দেওয়া ব্যাচ ও আই কার্ড। এই সম্মান পেয়ে খুব খুশি সুস্মিতা ।সে আরো জানায় আঁকার পাশাপাশি  গান, নাচ আবৃতি ও লেখা লিখতে  ভালোবাসে। বিশেষ করে সবথেকে যেটা বেশি ভালোবাসে দুঃস্থ মানুষদের পাশে থাকতে।

{link}
উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগেও সংবাদমাধ্যমে ক্যানসার আক্রান্তদের নিজের চুল দান করার কারনে প্রকাশ্যে এসেছিলেন সুস্মিতা। আবারও নিজের কীর্তির মাধ্যমে এবার অনন্য পুরস্কার জয় করে ফের জনসমক্ষে তিনি। 
{ads}

news entertainment Indian Book of Records Susmita Kundu Bagnan West Bengal India Artist Drawing

Last Updated :