নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। একদিকে অনলাইনে পরীক্ষার দাবিতে পরীক্ষা বয়কট করে এক দল ছাত্রছাত্রী। আবার অন্যদিকে অফলাইনে পরীক্ষা দিতে চেয়ে পালটা বিক্ষোভ পড়ুয়াদের একাংশের৷ মঙ্গলবার সকালে বিক্ষোভের জন্য বন্ধ হয়ে যায় স্নাতক ও স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের পরীক্ষাও।
{link}
পাঠ্যক্রম সম্পূর্ণ শেষ হয়নি। অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়নি৷ তাই বহু পড়ুয়া গ্রীষ্মের ছুটির পর ফিরতে পারেনি৷ এছাড়াও, দেশের বেশকিছু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা হচ্ছে৷ এই রকম বেশ কয়েকটি দাবি নিয়ে অনলাইনে পরীক্ষা দিতে চায় পড়ুয়াদের একাংশ৷ তারা মঙ্গলবার সকালে বিশ্বভারতীর অধিকাংশ বিভাগ-ভবনের গেটে তালা ঝুলিয়ে পরীক্ষা বয়কট করে৷ অপর দিকে, পড়ুয়াদের আরেক অংশ অফলাইনেই পরীক্ষা দিতে চায়৷ তাদের অভিযোগ, এদিন পরীক্ষা দিতে গেলে তাদের বাধা দেয় আন্দোলনকারী পড়ুয়ারা৷ তারা জানায়, তাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে। কলেজ থেকে তাদের নোটসও দেওয়া হয়েছে।তাদের দাবী, তাদের অফলাইনেই পরীক্ষা দিতে দেওয়া হোক।
{link}
এদিন দুপক্ষ ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। মোতায়েন করা হয় বিশ্বভারতী নিজস্ব নিরাপত্তারক্ষী৷ ছাত্রছাত্রীদের বিক্ষোভের পর পরীক্ষা অফলাইনেই হবে, নাকি সিদ্ধান্ত বদলাবে কলেজ কতৃপক্ষ, তা এখনও জানা যায়নি।
{ads}