header banner

অনলাইন ও অফলাইন পরীক্ষার দাবীতে দুভাগ পরিক্ষার্থীরা, বিক্ষোভে উত্তপ্ত বিশ্বভারতী

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ  ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। একদিকে অনলাইনে পরীক্ষার দাবিতে পরীক্ষা বয়কট করে এক দল ছাত্রছাত্রী। আবার অন্যদিকে অফলাইনে পরীক্ষা দিতে চেয়ে পালটা বিক্ষোভ পড়ুয়াদের একাংশের৷ মঙ্গলবার সকালে বিক্ষোভের জন্য বন্ধ হয়ে যায়  স্নাতক ও স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের পরীক্ষাও।  

{link}

পাঠ্যক্রম সম্পূর্ণ শেষ হয়নি। অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়নি৷ তাই বহু পড়ুয়া গ্রীষ্মের ছুটির পর ফিরতে পারেনি৷ এছাড়াও, দেশের বেশকিছু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা হচ্ছে৷ এই রকম বেশ কয়েকটি দাবি নিয়ে অনলাইনে পরীক্ষা দিতে চায় পড়ুয়াদের একাংশ৷ তারা মঙ্গলবার সকালে বিশ্বভারতীর অধিকাংশ বিভাগ-ভবনের গেটে তালা ঝুলিয়ে পরীক্ষা বয়কট করে৷ অপর দিকে, পড়ুয়াদের আরেক অংশ অফলাইনেই পরীক্ষা দিতে চায়৷ তাদের অভিযোগ, এদিন পরীক্ষা দিতে গেলে তাদের বাধা দেয় আন্দোলনকারী পড়ুয়ারা৷ তারা জানায়, তাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে। কলেজ থেকে তাদের নোটসও দেওয়া হয়েছে।তাদের দাবী, তাদের অফলাইনেই পরীক্ষা দিতে দেওয়া হোক। 

{link}

এদিন দুপক্ষ ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। মোতায়েন করা হয় বিশ্বভারতী নিজস্ব নিরাপত্তারক্ষী৷ ছাত্রছাত্রীদের বিক্ষোভের পর পরীক্ষা অফলাইনেই হবে, নাকি সিদ্ধান্ত বদলাবে কলেজ কতৃপক্ষ, তা এখনও জানা যায়নি।

{ads}

 

news exam online exam offline exam student protest Biswabharati Birbhum West Bengal সংবাদ

Last Updated :