header banner

হাওড়ায় ভাইকে জেল থেকে ছাড়াতে এসে গ্রেপ্তার ভুয়ো আইপিএস অফিসার

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ফের পুলিশের জালে প্রতারক। ভুয়ো আইপিএস অফিসারকে গ্রেফতার করল বালি থানার পুলিশ। শুক্রবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় মহিলাদের উত্যক্ত করায় বেলুড় ধর্মতলা রোড থেকে চন্দন মিশ্র নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করে পুলিশ। এর কিছুক্ষণ পরেই চন্দনকে ছাড়াতে বালি থানায় এসে হাজির হন ভুয়ো আইপিএস নরেশ কুমার। নিজেকে আইপিএস অফিসার ও সেন্ট্রাল আইবি-র এক পদস্থ কর্তা বলে পরিচয় দেয় নরেশ। চন্দন তার ভাই হয়ে বলেও দাবি করে সে।

{link} 
এই বিষয়টিকে কেন্দ্র করেই দানা বাঁধে সন্দেহ। এক আইপিএস অফিসার নেশাগ্রস্ত অবস্থায় গ্রেফতার হওয়া ভাইকে ছাড়াতে থানায় চলে এসেছেন শুনে সন্দেহ হয় বালি থানার আধিকারিকদের। নরেশ নিজেকে ২০১৪ ব্যাচের আইপি এস বলে পরিচয় দিয়েছিল। আইপিএসদের তালিকাতেও নাম না মেলায় তখন বিভিন্ন রকম ভাবে নরেশকে জেরা করলে শেষে ওই যুবক স্বীকার করে সে সেনা বাহিনীতে সিপাইয়ের চাকরি করত। আদতে হিমাচলের বাসিন্দা ওই যুবক বেলুড়ে একটি ফ্ল্যাটে থাকে। অবসর প্রাপ্ত সেনাবাহিনীর সিপাইয়ের থেকে ওই চাকরির পরিচয়পত্র পাওয়া গিয়েছে। এ ছাড়া একটি ভুয়ো রেলের মেডিক্যাল কার্ড মিলেছে।
{ads}

news Fake IPS officer arrested police Bally Police Station Howrah West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :