header banner

কৃষি উন্নয়নের লক্ষ্যে জেলা জুড়ে ট্যাবলো নিয়ে প্রচার রামকৃষ্ণ মিশনের

article banner

নিজস্ব সংবাদদাতাঃ শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এর উদ্যোগে যথেচছভাবে কৃষি জমিতে রাসায়নিকের প্রয়োগ কমাতে ও বাংলার চাষী ভাই ও বোনদের মধ্যে কৃষিতে রাসায়নিকের প্রভাব সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করতে জেলা জুড়ে ট্যাবলোর মাধ্যমে প্রচার এক অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে আজ, অর্থাৎ ২৫ শে মার্চ, ২০২২ থেকে
এই প্রচার অভিযানের মূল বিষয় রাখা হয়েছে -
১. ১০০ শতাংশ বীজ শোধন কর্মসূচি: শিশু সুরক্ষায় টিকাকরণ ও বীজ সুরক্ষায় বীজ শোধন এই স্লোগান কে সামনে রেখে।
২. ১০০ শতাংশ সুসংহত কৃষি শত্রু নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা: আমাদের শপথ: যথেচ্ছ কৃষি বিষ ব্যবহারে করবো না আর বিশ্বাস, জমিতে করব মোরা IPM মেনে চাষ।
৩. সুস্থিত কৃষির লক্ষ্যে প্রাকৃতিক কৃষি: নিজের সার নিজের বিচ, প্রাকৃতিক কৃষির আসছে দিন।

{link}

আজ এই ট্যাবলোর শুভ উদ্বোধন করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজনীয় সম্পাদক স্বামী সর্বলোকানন্দজী মহারাজ ও উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অন্যান্য পূজনীয় মহারাজগণ, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ড: নারায়ণ চন্দ্র সাহু মহাশয় ও অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য সুরক্ষা বিষয়ের বিশেষজ্ঞ ড: অভিজিৎ ঘোষাল মহাশয়। আজকের এই বিষয় প্রসঙ্গে স্বামী সর্বলোকানন্দজী মহারাজ বলেন, ‘কৃষির ক্ষেত্রে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর গ্রাম থেকে গ্রামে বিরাট কাজ করে থাকে, আমাদের উদ্দেশ্য কিভাবে ভারতে কৃষির ফলন বৃদ্ধি করা যায় সেই বিষয়ে কাজ করছে’। এই ট্যাবলো ইতিমধ্যেই বিভিন্ন রাস্তায় ঘুরে সচেতনতার প্রচার শুরু করে দিয়েছে। 
{ads}

news farmers farming agriculture pesticides Ramkrishna Mission Howrah কৃষি

Last Updated :