header banner

নিউ জলপাইগুড়িতে উদ্ধার ১ কেজি ৩৭৩ গ্রামের নকল সোনার বাঁট, আটক ২

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গঃ গোপন সূত্রের পাওয়া খবরে বড়ো সাফল্যলাভ পুলিশের। সোমবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে  নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় তিনবাত্তি মোড় এলাকায়। সেখানেই তিন যুবককে অহেতুক ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের। তাদের জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি নকল সোনার বাট। যার ওজন ১ কেজি ৩৭৩ গ্রাম। আসল সোনার বাট হলে, বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকারও বেশী হত বলে অনুমান পুলিশের।

{link}
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০ লক্ষ টাকায় ঐ বাটটি বিক্রির উদ্দেশ্যে জড়ো হয়েছিল প্রতারণা চক্রের দুইজন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, জমি চাষ করতে গিয়ে, মাটি থেকে এই বাটটি কুড়িয়ে পেয়েছে তারা। আসামে ন্যায্য দাম মিলছে না বলেই ভিন রাজ্যে বিক্রির চেস্টা চালাচ্ছে তারা। তারা জানান, শিলিগুড়ির এক ব্যবসায়ী তাদের এই প্রতারনার ছকে এনে  ২০ লক্ষ টাকায় তা বেচার চেষ্টা চালাচ্ছিল। সেই মোতাবেক দুজনে শহর শিলিগুড়িতে আসে। গোপন সূত্রে খবর পেয়ে, ফাঁদ পাতে পুলিশ। সোমবার শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকা থেকে দুইজনকে আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতেরা হলেন, অসমের সোনিতপুর জেলার ঘোরামারির জমীর আলী। অপরজন পশ্চিম মেদিনীপুরের আরফান শেখ। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ। 
{ads}

news Gold Fake gold gold bar Jalpaiguri police 2 arrested North Bengal West Bengal. India জলপাইগুড়ি সোনা গ্রেপ্তার ২

Last Updated :