header banner

লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম নিতে আবির্ভাব স্বয়ং মা লক্ষ্মীর

article banner

গত ১৬ই আগস্ট থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। জেলায় জেলায় প্র্যতেক ওয়ার্ডে করা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। এই দুয়ারে সরকার ক্যাম্পে উপছে পরছে আবেদনকারীদের ভিড়। এরই মাঝে কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে যাওয়ায় পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গিয়েছে।  তাই এলাকাবাসিকে উৎসাহ দিতে নতুন এক ভাবনা ওয়ার্ড কো অর্ডিনেটারের।

{link}
 লক্ষ্মীর হাতে লক্ষী ভান্ডার, নতুন ভাবনা বিধাননগরে। রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষ্মীর ভান্ডা রের আয়োজন করা হয় বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডে। এবার সেই প্রকল্পকে সামনে রেখে এলাকাবাসীকে উৎসাহ দিতে খোদ লক্ষ্মীকে বসালেন ওয়ার্ড কো অর্ডিনেটর। এলাকার এক মহিলাকে লক্ষী হিসাবে সাজানো হয়। সেই লক্ষ্মীর হতেই লক্ষ্মীর ভান্ডারের ফর্ম তুলে দেন এলাকার মহিলারা।

{link}
পরিবারের নারী প্রধানকে আয় ও সাহায্য প্রদানের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার যোজনা শুরু করেছে। রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার যোজনায় সাধারণ শ্রেণীর পরিবারের মহিলা প্রধানদের প্রতি মাসে ৫০০ এবং  এসসি এসটি পরিবারের মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার যোজনা শুরু করার মূল উদ্দেশ্য হল কোন আর্থিক ভাবে সহায়তা করা। এই   প্রকল্প থেকে পশ্চিমবঙ্গের প্রায় ১.6 কোটি পরিবার সুবিধা পাবে।
{ads}

news Government Lakkhir Bhandar Duare Sarkar laxmi god idol police Bidhannagar Kolkata West Bengal India

Last Updated :