header banner

দোরগোড়ায় পুরসভা ভোট, তার আগেই কলকাতার বুক থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

article banner

দোরগোড়ায় কড়া নাড়ছে কলকাতা পুরসভার ভোট। ঘোষণা হয়ে গেছে দিনক্ষনও। সেই নিয়ে উত্তাপ বাড়তে শুরু করেছে এখন থেকেই। খাস কলকাতা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। দু রাউন্ড কার্তুজও বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল রাতে নারকেলডাঙা এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ রেহান ওরফে রেহান শেখকে। নিউটাউন থানার পুলিশ গ্রেফতার করে তাকে। ধৃত রেহানের মোবাইল কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ। 

{link}
১৯শে ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। তার আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। গত সপ্তাহেই আগ্নেয়াস্ত্র বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল দুজনকে। একবালপুর এলাকা থেকে ওই দুজনকে ধরা হয়। প্রথমে মোমিনপুর মোড় থেকে গ্রেফতার করা হয় শেখ সাদ্দাম হোসেন নামে এক যুবককে। তার কাছ থেকে একটি ওয়ান শাটার ও দু রাউন্ড কার্তুজও উদ্ধার হয়। তাকে জেরা করে গ্রেফতার করা হয় বাবলু আড়িকে। ধৃতদের জানা যায়, কলকাতায় অস্ত্র বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।   


এ সপ্তাহেই কলকাতা বন্দর এলাকায় অস্ত্র উদ্ধার কাণ্ডে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এদের একজন বিলাল ওরফে শেখ আবুল হোসেন। আর অন্যজন বাবলু ঘোষ। বাবলুর বাড়ি নরেন্দ্রপুরে। আর বিলাল থাকে হাওড়ায়। এরই কিছুদিন আগে হুগলির ডানকুনি টোল প্লাজার কাছেও মেলে আগ্নেয়াস্ত্র। স্বামী-স্ত্রী সেজে পাচারকারীরা উঠেছিল ধানবাদ থেকে কলকাতাগামী বাসে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪০টি আগ্নেয়াস্ত্র ও যন্ত্রাংশ। ওই ঘটনায় স্বামী-স্ত্রী সেজে থাকা মহম্মদ সাগির ও হাসিনা বেগম এবং তাদের এক সাগরেদ ইমতিয়াজ আহমেদকে। 

{link}
পুলিশের অনুমান, সব ক্ষেত্রেই অস্ত্র আসছিল বিহারের মুঙ্গের থেকে। পাচারকারীদের চাঁইয়ের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনার নেপথ্যে কোনও সংগঠন রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। ভোটের আগে এহেন আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা ঘটতে থাকায় চিন্তায় পড়েছে পুলিশ প্রশাসন। চিন্তা বেড়েছে কলকাতাবাসীরও, শান্তিপূর্ন ভোট হোক, তাই চাইছেন সকলেই। 
{ads}

news Guns recovered Kolkata Narkeldanga Newtown election Kolkata Corporation police West Bengal India. রাজনীতি সংবাদ

Last Updated : 3 years ago