header banner

শুভ সূচনা হল হাওড়া পুরসভার রিক্রেয়শন ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতার

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ আজ ২২শে ফেব্রুয়ারী হাওড়া পুরসভার রিক্রেয়শন ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতার শুভ সূচনা হল। সূচনার অনুষ্ঠানটি তিন টি ট্যাবলো সহ মশাল দৌড়ের মাধ্যামে, হাওড়া ময়দান থেকে শুরু করে পঞ্চানন তলা রোড হয়ে নরসিংহ দত্ত রোড কালিবাবুর বাজার সহ বিভিন্ন পথ পরিক্রমা করে শৈলেন মান্না স্টেডিয়ামে এসে শেষ হয়। 

{link}
মঙ্গলবার মশাল দৌড় এর শুভ সূচনা করেন হাওড়া পুরসভার চেয়ার পার্সন সুজয় চক্রবর্তী। আগামী ২৪শে ফেব্রুয়ারী প্রয়াত ইন্দ্রনীল সেন ও শৈবাল চক্রবর্তীর স্মরণে এক নক আউট ক্রিকেট প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। চারদিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগীতা চলবে বলে জানিয়েছেন সুজয় বাবু। পুরসভার কমিশনার ধবল জৈন জানান দু বছর ধরে করোনার জন্য খেলাধূলা প্রায় বন্ধই হয়ে গেছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে হাওড়ার মানুষ খেলাধূলার প্রতি উৎসাহ পাবে বলে মনে হয়। স্থানীয় মানুষের মধ্যেও এই প্রতিযোগীতাকে কেন্দ্র করে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।

{ads}

news HMC Corporation Recreation Club yearly sports tournament cricket West Bengal India হাওড়া কর্পোরেশন

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article