header banner

প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল, প্রথম দশে ২৭২ জন, প্রথম স্থানে কোচবিহারের আদিশা

article banner

নিজস্ব সংবাদদাতাঃ মাধ্যমিকের পর শুক্রবার সকালে প্রকাশিত হল রাজ্যের ২০২২ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল। চমকপ্রদ ফলাফল উঠে এসেছে মেধা তালিকায়। আজ সকালে সাংবাদিক সম্মেলন করে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হয়। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। মেধা তালিকায় প্রথম দশে স্থান পেয়েছে মোট ২৭২ জন। প্রথম হয়েছেন দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলের অদিশা দেবশর্মা। তার প্রাপ্ত মোট নম্বর ৪৯৮ অর্থাৎ ৯৯.৬ শতাংশ।

{link}
দ্বিতীয় হয়েছেন জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)-এর সায়নদীপ সামন্ত। তার প্রাপ্ত মোট নম্বর ৪৯৭। ৪৯৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মোট চার জন। রোহিন সেন,পাঠভবন (কলকাতা), সোহম দাস, হুগলি কলেজিয়েট স্কুল, অভীক দাস, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট (পূর্ব বর্ধমান), পরিচয় পারি, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)। 

{link}
পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় ফলপ্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। শুক্রবার পাশের হার  ৮৮.৪৪  শতাংশ। মোট ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন পাশ করেছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কালিম্পং-সহ ৭ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ, ছাত্রীদের ক্ষেত্রে এই হার ৮৬.৮৯ শতাংশ।
{ads}

news education HS examination WBCHSE Adisha Debsharma Cooch Bihar West Bengal India সংবাদ

Last Updated :