header banner

ভয়াবহ অগ্নিকাণ্ড হলদিয়া তৈল শোধনাগারে, মৃত ২, আহত ৫০-এর বেশি

article banner

ভয়াবহ অগ্নিকাণ্ডের গ্রাসে হলদিয়া তৈল শোধনাগার। স্থানীয় সূত্রের খবর দুর্ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তিনজনের। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। তাদের দ্রুততার সঙ্গে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে দমকল সূত্রের পক্ষ থেকে। তবে মৃতদের পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভবপর হয়ে ওঠেনি। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিন সন্ধে ছটা পর্যন্তও আগুন পুরোপুরি নেভেনি। ঠিক কি কারনে ও কোথা থেকে আগুন লেগেছে জানা যায়নি এদিন সন্ধে পর্যন্ত। সূত্রের খবর, ঘটনাস্থলে নিয়ে আসা হচ্ছে দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন। দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রনে আনার প্রচেষ্টাও চালানো হচ্ছে।

{link}
স্থানীয় ও বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযাই, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ অন্যান্য দিনের মতোই কাজ হচ্ছিল হলদিয়া তৈল শোধনাগারে। আচমকাই একটি টাওয়ারে আগুন লাগে। সেই সময় টাওয়ারে কাজ করছিলেন বেশ কয়েকজন কর্মী। অতিদাহ্য পদার্থে ঠাসা কারখনায় আগুন অল্প সময়ের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় কর্মীদের মধ্যে। তড়িঘড়ি কর্মীদের উদ্ধারে নামেন কারখানা কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় দমকলে। যুদ্ধকালীন তৎপরতায় সঙ্গে সঙ্গে চলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তার পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি দীর্ঘক্ষণ। কারখানা থেকে গলগল করে বের হতে থাকে কালো ধোঁয়া। লেলিহান শিখাও দেখা যায় দূর থেকে। ধোঁয়ায় ঢেকে যায় তল্লাট। ঘটনায় ইতিমধ্যেই তৈল শোধনাগারের বাকি কর্মী এবং স্থানীয় মানুষজনের মধ্যে বিপুল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ও দমকল কর্মীরা। 
{ads}

news Haldia IOC fire accident Fire services huge fire 3 dead 50 injured West Bengal India হলদিয়া অগ্নিকাণ্ড সংবাদ

Last Updated :