header banner

নদীয়ায় কৃষকের তৎপরতায় উদ্ধার অসুস্থ বিলুপ্তপ্রায় প্রাপ্তবয়স্ক একটি বাজপাখি

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ এক কৃষকের তৎপরতায় উদ্ধার হলো অসুস্থ বিলুপ্তপ্রায় প্রাপ্তবয়স্ক একটি বাজপাখি। জানা যায়, শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত ব্রম্য শাসন খড়ের মাঠ এলাকার কৃষক রামচন্দ্র হাজরা এলাকারই তার একটি আম বাগানের রক্ষনাবেক্ষনের সময় অসুস্থ বিলুপ্তপ্রায় একটি বাজপাখি মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপরে ওই কৃষক ওই বাজপাখি টিকে মাটি থেকে উদ্ধার করে সোজা শান্তিপুর পশু হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য, পাশাপাশি খবর দেয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। 

{link}
শান্তিপুর পশু হাসপাতালে এসে পৌঁছান অনুপম সাহা, এরপর পূর্ণবয়স্ক বাজপাখি টিকে প্রাথমিক চিকিৎসা করার ব্যবস্থা করা হয়। অনুপম সাহা জানান, বাজপাখি টিকে এখন প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এবং তাকে বনদপ্তর হাতে তুলে দেওয়া হবে, সেখানেই বাজ পাখিটির পুনরায় চিকিৎসা করানো হবে। যদিও উদ্ধারকারী অনুপম সাহা বলেন, এই ধরনের পূর্ণবয়স্ক বাজপাখি এখন সচরাচর দেখা যায় না, যদিও তারা উঁচু গাছে থাকতে ভালবাসে। কিন্তু বিভিন্ন টাওয়ারের রেডিয়েশন বেশি থাকায় ক্ষতি হচ্ছে এ ধরনের বিলুপ্তপ্রায় পাখি গুলির। স্বভাবতই এহেন বাজপাখি উদ্ধার হওয়ায় খুশির হাওয়া বনদপ্তর ও পশুপ্রেমীদের মধ্যে। 
{ads}

Hawk Extinct bird rescued Animals Birds Shantipur Nadia West Bengal সংবাদ

Last Updated :