header banner

চব্বিশ ঘন্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত, জলমগ্ন জলপাইগুড়ি শহরে বন্যার ভ্রূকুটি

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গঃ চব্বিশ ঘন্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত, গোটা জলপাইগুড়ি শহর জলমগ্ন। কার্যত এখন বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে পাহাড়ের কিনারে অবস্থিত এই শহরে। বাড়ির ভিতরে পর্যন্ত ঢুকে পড়েছে জল, সেই জলের উচ্চতা কার্যত কোমরের কাছাকাছি। বাধ্য হয়ে ঘর ছাড়তে হচ্ছে বাসিন্দাদের। কি করবেন? কোথায় থাকবেন? মনের মধ্যে শঙ্কা নিয়ে দেখা দিচ্ছে প্রশ্নগুলি। নিচু জমি থেকে উপরের দিকে উঠে গিয়ে রাস্তায় থাকতে শুরু করেছে বেশ কিছু পরিবার। সেখানেও ভ্রুকুটি বৃষ্টির।

{link}
অতিবৃষ্টির সতর্কতা ছিলো, তবে মঙ্গলবার ভোর থেকে ব্যাপক বৃষ্টিতে পুরো জলপাইগুড়ি শহর এবং সদর ব্লকের বেশির ভাগ গ্রাম প্লাবিত। বাহাদুর অঞ্চলের বাসুয়া পাড়া গ্রামের মধ্যে দিয়ে বইছে নদীর স্রোত, প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষি জমি। অপরদিকে, জলপাইগুড়ি শহর প্রায় পুরোটাই জ্বলমগ্ন, পৌরসভার ২৫ টি ওয়ার্ডের রাস্তাঘাট, যেন নদীর রূপ নিয়েছে, সকাল ১০ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২০৮ মিলিমিটার, এই খবর লেখা পর্যন্ত চলছে বৃষ্টি। সব মিলিয়ে এই মুহূর্তে জলপাইগুড়ি শহর  এবং আশপাশের গ্রাম গুলি অতি বৃষ্টির জলে প্লাবিত। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পৌরসভা এবং সদর বি ডি ওর পক্ষ থেকে পরিস্থিতি পর্যালোচনা করার কাজ শুরু করেছে প্রশাসন। শুরু হয়েছে ত্রানকার্যও, এখন কতক্ষনের মধ্যে পুনরায় পরিস্থিতি স্বাভাবিক করে তোলা সম্ভবপর হয় তাই দেখার বিষয়। তবে বর্তমানে জলপাইগুড়ির সাধারন মানুষের জনজীবন যে বিপর্যস্ত, তা স্পষ্ট। 
{ads}

news Heavy rainfall Flood situation Jalpaiguri North Bengal West Bengal India সংবাদ

Last Updated :