header banner

অদম্য ইচ্ছাশক্তির নজির, ৫৯ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন বারুইপুরের হোমগার্ড

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা : ইচ্ছাশক্তির কাছে বাকি সমস্ত শক্তি পরাজিত হতে বাধ্য, তা ফের একবার প্রমানিত হল। বারুইপুর পুলিশ জেলার হোমগার্ড পদে চাকুরিরত অবস্থায় ৫৯ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন প্রভাসচন্দ্র মণ্ডল। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তিনি চাকরি থেকে অবসর নেবেন। তার এই সাফল্যে উচ্ছ্বসিত বারুইপুর জেলা পুলিশের সকল আধিকারিক ও কর্মীবৃন্দেরা। সকলেই মধ্যেই তার কৃতিত্বে এক গর্বের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটছে।

{link}
ক্লাস নাইন এ পড়ার পর পরিবারের হাল ধরতে হোমগার্ডের চাকরিতে যোগ দেন তিনি। তারপর আর পড়াশোনা হয়ে ওঠেনি। মনের সুপ্ত ইচ্ছা থেকেই জীবনের অনেকটা সময় পেরিয়ে আসার পর মাধ্যমিক পাশ করার জন্য গত বছর রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হন তিনি। বারুইপুর পুলিশ জেলা অফিসে চারটে সময় ছুটি করে সপ্তাহে তিনদিন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ক্লাস করতে যেতেন। গত বৃহস্পতিবার সেই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রভাসবাবুর এই সাফল্যকে স্বীকৃতি দিতে পুলিশ জেলার সুপার শ্রীমতী পুষ্পা সংবর্ধনা দেন প্রভাস চন্দ্র মন্ডল কে। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান বরাবর তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। মাধ্যমিকে তিনি বিজ্ঞানে ভালো নম্বর পেয়েছে বলে জানান। তার ইচ্ছা পড়াশুনা তিনি চালিয়ে যাবেন তিনি। লড়াই ও ইচ্ছাশক্তির এই সাফল্যকে কুর্নিশ। 
{ads}

news Home Guard Secondary Exam Baruipur police success West Bengal India সংবাদ

Last Updated :