header banner

অমরনাথ যাত্রায় গিয়ে নিখোঁজ হাওড়ার একই পরিবারের তিন পূণ্যার্থী, চিন্তায় পরিবার

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: অমরনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে মিলছে একের পর এক নিখোঁজ ও মৃত্যুর খবর। এবার নিখোঁজ হাওড়ার একই পরিবারের তিনজন সদস্য। ওই তিনজন হলেন শিলা সিং(৬৮), তার বড়ো মেয়ে ঝুমা সিং (৪৩) ও তার ছোটো মেয়ে প্রীতি মান্না (৪০)। গতকাল শেষবারের মতো প্রীতির সাথে যোগাযোগ হয়েছিল পরিবারের। তখনই তার কাছ থেকে শিলা ও ঝুমার নিখোঁজ হয়ে যাওয়ার খবর পান পরিবারের লোকেরা। এরপর অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ওদের মধ্যে কারোর সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি। 

{link}

পরিবার সুত্রে জানা গিয়েছে, গত ২রা জুলাই  হাওড়ার বাসিন্দা শিলা তার দুই মেয়েকে নিয়ে অমরনাথ  যাওয়ার  উদ্দ্যেশে হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেসে রওনা দিয়েছিলেন। তারা  যাওয়ার পথে ফোনে  বাড়ির লোকের সঙ্গে যোগাযোগও রাখছিলেন। এরপর গতকাল  হঠাৎ ছোটো মেয়ে প্রীতি সিং বাড়িতে ফোন করে জানান যে  তার মা এবং দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে চিন্তিত হয়ে পড়ে পরিবার। এরপর বহুবার তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।এরই মাঝে তারা জানতে পারেন যে অমরনাথ যাওয়ার পথে একটা বড় বিপত্তি ঘটেছে। বিপত্তির কথা জানতে পেরে তাদের দুশ্চিন্তা আরও বেরে যায়। এরপর তারা একাধিক বেস ক্যাম্পে ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা  করেন। তবুও কোনো সন্ধান না মেলায় প্রশাসনের দারস্থ্য পরিবার।  

{link}

পরিবারের তিনজন সদস্যের নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তিত গোটা পরিবার সহ আত্মীয় স্বজন। তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তাদের সঙ্গে একবার যোগাযোগ করতে পারলে, কিংবা তারা ঠিক আছে কিনা খবর পেলে, কিছুটা চিন্তামুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন তাদের পরিবার।

{ads}

news Howrah Amarnath Yatra heavy Rain 3 family members missing West Bengal India সংবাদ

Last Updated :