header banner

হাওড়ার আমতায় পুলিশের বিরুদ্ধে ছাত্রনেতা খুনের অভিযোগ, বিক্ষোভে উত্তাল পরিবেশ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ আমতার বাসিন্দা এক ছাত্রকে তিন তলার ছাদ থেকে ফেলে হত্যা করার অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আমতা থানার সারদা দক্ষিন খাঁন পাড়ায়। মৃত যুবকের নাম আনিস খাঁন(২৮)। স্থানীয় সূত্র ছাড়াও প্রত্যক্ষদর্শী মৃত যুবকের বাবা সালাম খাঁনের অভিযোগ শুক্রবার রাত ১ টা নাগাদ পুলিশের পোশাক পরে চারজন এসে ছেলেকে ডাকতে থাকে। তিনি প্রথম কি কারনে ডাকাডাকি এই নিয়ে প্রশ্ন করলেও কোন উত্তর দেয়নি ওই চারজন। চারজনের হাতে বন্দুক ছিল বলে অভিযোগ করেছেন তিনি। ওই চারজনের মধ্যে তিন জন উপরে উঠে গিয়ে ধাক্কা দিয়ে সেখান আনিসকে ফেলে দেয় বলে অভিযোগ। 

{link}
ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজন ভিড় জমায়, সকলেই খবরের আকস্মিকতায় স্তম্ভিত হয়ে পড়েন। খবর পেয়ে শনিবার সকালে আমতা থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। খবরটি জানাজানি হতেই রীতিমতো ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষ সহ ছাত্র সমাজ। সকলের দাবি অবিলম্বে ঘটনার সঙ্গে থাকা অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। স্থানীয়দের আনিস এলাকায় প্রতিবাদি যুবক ছিলেন, সাথে জড়িত ছিলেন ছাত্র রাজনীতির সাথেও। খুন কি পুলিশের হাতেই, নাকি পোশাকের আড়ালে রয়েছে কোন দুষ্কৃতির চক্রান্ত? মূলত এই নিয়েই দেখা দিয়েছে রহস্য। এছাড়াও উঠে আসছে একাধিক প্রশ্ন, প্রতিবাদী হওয়া নাকি ছাত্র রাজনীতি অংশ হওয়া? নাকি খুনের পিছনে লুকিয়ে অন্য কোন কারন? কি জন্য হারাতে হল বছর আঠাশের একটি তরতাজা প্রান কে? প্রশ্নের উত্তর মেলেনি এখনও।

{ads}

news Howrah Amta Youth leader CPIM SFI police Anis Khan West Bengal India সংবাদ হাওড়া

Last Updated :