header banner

হাওড়ার শিবপুরে উদ্ধার হওয়া ২ কোটি টাকা ও গহনার মালিক শৈলেশ পাণ্ডে কে চেনেন কি?

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: শনিবার রাতে পুলিশের রেড, আর সেই রেড থেকেই হাওড়া থেকে উদ্ধার বিপুল পরিমানে টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে এক ব্যবসায়ীর গাড়ি থেকে উদ্ধার হয়ে এই বিপুল অঙ্কের টাকা সহ সোনা ও হিরের গহনা। অভিযোগ অনেক লোককে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণায় জড়িত ছিল ওই ব্যবসায়ী। ধৃতের নাম শৈলেশ পান্ডে বলে পুলিশ সূত্রের খবর। তার আবাসনে হানা দেওয়ার আগেই ওই মামলায় কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছিল শৈলেশ পান্ডেকে।

{link}
পুলিশ সূত্রের খবর হাওড়ার শিবপুরের 'রিভার ডেল'-নামে আবাসনের বাসিন্দা ওই ব্যবসায়ীর গাড়ি থেকে উদ্ধার হয়েছে ২কোটি টাকা, সোনা ও হীরে। কলকাতা হেয়ার স্ট্রিট থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ব্যবসায়ী শৈলেশ পান্ডের গাড়ি থেকে এই বিপুল পরিমানে অর্থ উদ্ধার করে। একটি রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্কের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের সাইবার থানা এই ২ কোটি নগদ ও বেশ কিছু সোনা হীরে উদ্ধার করে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে।

{link}
যদিও ঘটনার পর থেকে শৈলেশ পান্ডের পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি। বাড়ির গেটের রক্ষীও এই বিষয়ে কোনও কথা বলতে চান নি। শৈলেশের বিরুদ্ধে অভিযোগ একাধিক লোককে ব্যাঙ্ক থেকে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করছিলো সে। লোন না পেয়ে প্রতারিত কয়েকজন ওই রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের কাছে অভিযোগ জানায়। এরপরই ওই ব্যাঙ্কের তরফ থেকে শৈলেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করা হয় ও মামলা দায়ের হয় এই শৈলেশ পান্ডের নামে। যদিও ওই মামলায় গ্রেফতার হয়েছিল শৈলেশ পান্ডে। আর সেই মামলার সূত্রে অভিযান চালিয়ে এই বিপুল টাকা ও সোনা হীরে উদ্ধার করেছে কলকাতা পুলিশ।

{link}
প্রসঙ্গত কয়েক মাস আগে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি। এরপর গার্ডেনরিচের এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েও খাটের তলা থেকে কোটি কোটি উদ্ধার করেছিল সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটই। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে। এছাড়াও কয়েকদিন আগে মালদহ ও নৈহাটি স্টেশন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। আর এবারে সেই তালিকাতে নাম নথিভুক্ত হল হাওড়ারও।
{ads}

news Howrah Shibpur 2 crore Gold Jwelery সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article