header banner

বেলগাছিয়া রেল ইয়ার্ডের ভিতর মাটি খোঁড়ার সময় বিস্ফোরন, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ২

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ লিলুয়া থানার অন্তর্গত বেলগাছিয়া রেল ইয়ার্ড এর ভেতরে শনিবার সকালে মাটি খুড়তে গিয়ে বিস্ফোরণে আহত দুই যুবক। দুর্ঘটনার পর তাদেরকে তড়িঘড়ি নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তারা। সূত্রের খবর শনিবার সকালে বেলগাছিয়া রেল ইয়ার্ডের ভেতরে জঙ্গল পরিস্কারের কাজ হচ্ছিল। সেই সময় মাটি খুড়তে গিয়ে বিস্ফোরণে আহত হন ওই দুই যুবক মিঠুন সেখ ও মুসাফির। ঘটনাটির তদন্তে নেমেছে বেলগাছিয়া থানার পুলিশ ও রেলের আধিকারিকরা।

{link}
এই প্রসঙ্গে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডি আর এম মনীশ  জৈন  জানান,  লিলুয়া স্টেশন এর কাছাকাছি রেললাইনের ধারে ড্রেন তৈরি করার কাজ করা হচ্ছিল, সেখানেই কিছু একটা বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে সেইখানে কাজ করা দুই শ্রমিক আহত হয়েছেন।  তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারনে বিস্ফোরণ বা কিসে বিস্ফোরণ হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। ঘটনার তদন্ত করা হবে,  রাজ্য পুলিশকে খবর দেয়া হয়েছে ইতিমধ্যেই।
{ads}

news Howrah blast 2 injured Indian Railways সংবাদ হাওড়া ভারতীয় রেল

Last Updated :