header banner

বেলুড়মঠে ভক্তি ও শ্রদ্ধার সাথে পালিত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৭ তম জন্মতিথি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৭ তম জন্মতিথি পরম ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে উদযাপন হচ্ছে বেলুড় মঠে। ভোর সাড়ে পাঁচটায় মঙ্গল আরতির মধ্যে দিয়ে আজকের পূজার অনুষ্ঠানের সূচনা হয়। ঊষা কীর্তন,বেদপাঠ,স্তবগান,কথামৃতপাঠ,ধর্মসভা প্রভৃতি নানান অনুষ্ঠানে দ্বারা সুসজ্জিত মঠে ঠাকুরের জন্মতিথির অনুষ্ঠান। 

{link}

গত ২৬ ডিসেম্বর স্বামীজীর জন্মতিথি পালনের জন্য খুলে দেওয়া হয়েছিল। এরপর ২৭ তারিখ থেকে কোভিড সংক্রমণের সাথে সাথে বেলুড় মঠে ভক্তদের জনসমাগমও বাড়তে থাকে। যার ফলে অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ করে দেওয়া হয়। তবে ২৩ ফেব্রুয়ারি থেকে কোভিড বিধি মেনে পুনরায় মঠ খোলা হয়। এদিন সকাল ছ টা থেকে বেলুড় মঠের প্রবেশ দ্বার উন্মুক্ত হলে ভক্ত এবং দর্শনার্থীদের সমাগম হতে থাকে। দীর্ঘ কোভিড পরিস্থিতির পর আজ ঠাকুরের জন্মতিথি উৎসবে ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছেন বেলুড়মঠ কর্তৃপক্ষ।

{ads}

news Howrah Belur Math Sri Ramkrishna Paramhansa Ramkrishna Mission West Bengal India হাওড়া বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন

Last Updated :