header banner

নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবীতে হাওড়ার বেনারস রোড অবরোধ স্থানীয়দের

article banner

নিজস্ব সংবাদদাতাঃ নিকাশি ব্যাবস্থা আশু সংস্কারের দাবীতে হাওড়ার একসরায়,  বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয় মানুষের। দীর্ঘদিন ধরেই বেহাল এলাকার নিকাশি ব্যাবস্থা সংস্কাররে দাবী জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। বহু পদক্ষেপ ও আশ্বাসবানীর পরেও বাস্তবিকভাবে কোন কাজ না হওয়ায় শেষ পর্যন্ত বিক্ষোভের রাস্তা বেছে নেয় তারা। সোমবার সকাল থেকে বেনারস রোড আটকে শুরু হয় বিক্ষোভ। দীর্ঘ দু ঘন্টার বেশি সময় ধরে চলে প্রতিবাদ, পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। 

{link}
স্থানীয়দের অভিযোগ আসন্ন বর্ষাকালে চরম সমস্যার আশঙ্কায় রয়েছেন তারা। সেই কারনেই সোমবার ২ঘন্টারও বেশী সময় ধরে রাস্তা অবরোধ করে রেখেছিলেন এলাকার মানুষ। প্রতি বছর বর্ষাকালে এলাকার বাড়িঘর জলে ডুবে যায়। প্রতি বছরে প্রশাসনের প্রতিশ্রুতিই সার। একটি বিশাল দেওয়াল দেওয়ার ফলে সমস্যা বেড়েছে। বিশাল সেই দেওয়াল ভাঙছে না প্রশাসন। পরিস্থিতি পাল্টায় না বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এখন এই বিক্ষোভের পরেও আদৌ পরিস্থিতির পরিবর্তন ঘটে কি না তাই দেখার বিষয়। 
{ads}

news Howrah Benaras Road road blockade drainage system failure Howrah West Bengal India সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article