header banner

সেমিস্টারে ফি বাদে কর্তৃপক্ষ 'অতিরিক্ত' টাকা চাওয়ায় রণক্ষেত্র হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজে ছাত্রী বিক্ষোভ। ছাত্রীদের হেনস্থা করার অভিযোগ কলেজের পুরুষ কর্মীদের বিরূদ্ধে। ক্ষোভে কলেজে ভাঙচুর ছাত্রীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজে আসে পুলিশ। 

{link}
মঙ্গলবার ঘটনার সূত্রপাত হয় কমার্স তৃতীয় বর্ষের সেমিস্টার ফি জমা দেওয়াকে কেন্দ্র করে। মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজ চত্বর। অভিযোগ, কলেজের ফি ৬২৫ টাকা ধার্য্য থাকলেও অতিরিক্ত আরও ৯২৫ টাকা দিতে হবে এমনটাই জানিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। এরপর ছাত্রীরা কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলতে গেলে তাদের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেওয়া এবং পুরুষ কর্মীদের বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ ওঠে। এরপর ক্ষুব্ধ ছাত্রীরা কলেজে ভাঙচুর আরম্ভ করে। ইট ছোঁড়া হয় কলেজের অফিসে। খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে আসে। ছাত্রীদের সঙ্গে কথা বলে তারা। যদিও ছাত্রীদের অভিযোগ কলেজ কতৃপক্ষ বিষয়টি সম্পর্কে কোনরকম সহযোগীতাই করছে না। সাংবাদিকদের প্রশ্নেরও কোন স্বচ্ছ জবাব দিতে পারেননি কলেজের প্রিন্সিপাল। পুলিশ এসে ঘটনাস্থলে দীর্ঘক্ষন চেষ্টা করার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। 
{ads}

news Howrah Bijay Krishna Girls Collage BKGC student protest Calcutta University Exam West Bengal সংবাদ

Last Updated :