header banner

হাওড়া গার্লস কলেজের বিক্ষোভের কারনে বহিষ্কৃত ৪, প্রতিবাদে বিক্ষোভ SFI-এর

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ গত মাসের ৩১ তারিখ হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজে বর্ধিত ফি' র প্রতিবাদে ছাত্রী আন্দোলন হয়। সেই আন্দোলন রীতিমতো উত্তপ্ত আকার ধারন করে, ভাঙচুর চলে কলেজ চত্বরেও। সেই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া ৪ জন ছাত্রীকে পরবর্তী সময়ে কলেজ থেকে বহিষ্কার করা হয়। প্রথমে বহিস্কার করার তালিকায় দশ জনের নাম এলেও বাকিদের ছেড়ে দিয়ে এই চারজন কেই সাসপেন্ড করা হয়।

{link}
এই সাসপেন্ড হওয়া চারজন ছাত্রীদের পুনর্বহাল ও বর্ধিত ফি মকুব সহ একাধিক দাবিকে সামনে রেখে হাওড়ার বিজয় কৃষ্ণ গার্লস কলেজ বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আইয়ের অবস্থান-বিক্ষোভ কর্মসূচি চলল মঙ্গলবার। যতক্ষন পর্যন্ত না তাদের দাবি মানা হচ্ছে তারা এই প্রতিবাদ চালিয়ে যাবে বলে জানিয়েছে। যদিও এই বিষয়ে কলেজ কতৃপক্ষের কোন প্রতিক্রিয়া এখনও আসেনি। কলেজ ও কলেজের উপাচার্য সহযোগীতা করছেন না বলেই জানাচ্ছেন প্রতিবাদকারীরা। 
{ads}

news Howrah Bijay Krishna Girls Collage BKGC student protest SFI Rusticated West Bengal সংবাদ

Last Updated :