header banner

জ্বালান কুমপ্লেক্স-এর ৩ নং গেটের কাছে তুলোর কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব সংবাদদাতা হাওড়াঃ ধূলাগোড়ের জালান কমপ্লেক্স এর ৩ নম্বর গেটের কাছে একটি কারখানায় সোমবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। এই মুহূর্তে যুদ্ধকালীন প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

{link}
স্থানীয় সূত্রে খবর, কারখানার উপরের তলায় গেঞ্জির কারখানা ছিল। নিচে ছিল তুলোর কারখানা। তুলোর কারখানা থেকেই এদিন আগুন লাগে। আগুন লাগার সময় কারখানার শ্রমিকেরা উপরে ছিলেন, আগুন লাগার খবর শুনেই সব শ্রমিকরাই নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। তুলো অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় আগুন কিছুক্ষনের মধ্যেই ভয়াবহ আকার ধারন করে। এর পাশাপাশি কারখানায় সেইভাবে আগুন নেভানোর কোন ব্যাবস্থা না থাকায় আরও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে লাগার কিছুক্ষনের মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে  কিছুক্ষণের মধ্যেই দমকলের ইঞ্জিন এসে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল বাহিনী। অগ্নিকান্ডের ঘটনায় কেউ আহত হননি। 

{ads}

news Howrah Dhulagarah Jwalan Complex Cotton factory huge fire West Bengal India হাওড়া সংবাদ

Last Updated :