header banner

বেআইনিভাবে মসজিদের জমি বিক্রির প্রতিবাদে ডোমজুড়ে প্রাক্তন উপপ্রধানের বাড়িতে হামলা

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ বেআইনিভাবে জমি বিক্রিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ডোমজুড়ের বানিয়াড়াতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাস দুয়েক আগে ডোমজুড়ের বেগড়ী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দাউদ মিদ্দে স্থানীয় একটি মসজিদ কমিটির ১৮ শতক জমি বেআইনিভাবে বিক্রি করে দেয়। তখনও এই ব্যাপারটি জানাজানি হয়নি সাধারন মানুষের কাছে। কিন্তু এই খবর চাউর হতেই গোটা এলাকায় ক্ষোভের পারদ চড়তে থাকে।

{link} 
স্থানীয় সূত্রের খবর আজ সকালে স্থানীয় বাসিন্দারা জমির দালাল চক্রের পান্ডা দাউদের বাড়িতে হামলা চালায়। গ্রামবাসীরা তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তার পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় তার গাড়িতে। তখন তিনি বাড়িতে ছিলেন না, বাড়িতে ছিল তার সন্তান ও স্ত্রী। তারা প্রবল আতঙ্কিত হয়ে পড়েন। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ এবং র্যা ফ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত দাউদকে গ্রেফতার করেছে। এখন সম্পূর্নভাবে পরিস্থিতি নিয়ন্ত্রনে এলেও এলাকার অবস্থা থমথমে রয়েছে। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
{ads}

news Howrah Domjur Land Problem public protest Masjid property West Bengal India হাওড়া সংবাদ

Last Updated :