নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ সাঁতরাগাছির মোড়ের কাছে ফের ওল্টালো হাইড্রা ক্রেন সহ ডাম্পার। উল্টে গিয়ে পড়লো দুটি ট্যাক্সির উপরে। ঘটনায় এখনো কোনো আহত না হওয়ার খবর থাকলেও গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাতে। পুলিশ এসে ক্রেন দিয়ে ওই ডাম্পারটিকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু উল্টো দিকের লেনে কিভাবে হাইড্রা ক্রেন সমেত ডাম্পারটি প্রবেশ করলো তা বোঝার জন্য সিসিটিভি ফুটেজ দেখার কথা জানা গিয়েছে সাঁতরাগাছির ট্রাফিক গার্ডের সূত্র থেকে।
{link}
ঘটনাস্থলে উপস্থিত দুর্ঘটনাগ্রস্থ ট্যাক্সির চালক জানান তার গাড়ি দাঁড়িয়েই ছিল তার নির্দিষ্ট লেনে। তার বাঁদিকে একটি লরিও দাঁড়িয়ে ছিল। সেই লরিটি এগিয়ে যাওয়ার পরেই হঠাৎ এই হাইড্রা ক্রেন সমেত ডাম্পারটি তার লেনে ঢুকে পড়ে আচমকা পাল্টি খেয়ে যায়। ডাম্পারের চালকের আসনের অংশটি তার গাড়ির উপরে এসে পড়ে। তিনি হাওড়া স্টেশন থেকে সলপের উদ্যেশ্যে যাচ্ছিলেন। তার ট্যাক্সির যাত্রীদের কোনো আঘাত না লাগলেও ঘটনা ঘটার পরেই ক্রেন ও ডাম্পারের চালক ও খালাসি পলাতক। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কোনো এক্সপ্রেসওয়ের দুই অভিমুখেই তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারনে দীর্ঘক্ষনের জন্য সমস্যার সম্মুখীন হন পথযাত্রীরা। যদিও এই দুর্ঘটনার কারণে কেউ আহত না হলেও কিভাবে ঘটনাটি ঘটল সেই বিষয়টিই খুঁটিয়ে দেখতে চাইছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে সমস্ত ঘটনার খুঁটিনাটি জানার চেষ্টা শুরু করেছে হাওড়া সিটি পুলিশ বলে সূত্রের খবর। পাশাপাশি খোঁজ চলছে ড্রাইভার ও খালাসিরও।
{ads}