header banner

গাড়ির কাগজপত্র না থাকায় রোগী সহ চালক কে হেনস্থার অভিযোগ গোলাবাড়ি থানার বিরুদ্ধে

article banner

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ গাড়ির কাগজপত্র সঙ্গে না থাকায় রোগী সহ এক গাড়ির চালককে আটকে হেনস্থা করার অভিযোগ উঠল হাওড়ার গোলাবাড়ি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে বলে জানা যায়।

{link}

সূত্রের খবর, অর্থোপেডিক হাসপাতালে রোগী দেখাতে আনার সময় ওই গাড়িটিকে রাস্তায় আটকায় পুলিশ। এরপর চালকের কাছে কাগজপত্র ও লাইসেন্স দেখতে চায়। গাড়ির চালক কাগজপত্র না দেখাতে পারায় তিনি গাড়ির নাম্বার নিয়ে অনলাইনে গাড়ির কাগজ দেখে নিতে অনুরোধ করেন। কিন্তু পুলিশ সে কথা না শুনে গাড়িটিকে আটকে রাখেন এমনটাই অভিযোগ করেন চালক সহ যাত্রী। তাদের আরও অভিযোগ, এরপর গাড়ি ছাড়া হলেও মোবাইল এবং ড্রাইভিং লাইসেন্স আটকে রাখা হয়। দুপুর ১টা নাগাদ রোগী দেখিয়ে গাড়িটি ফেরার সময় প্রায় তিন ঘণ্টা আটকে রেখে তারপরে তার মোবাইলটি ফেরত দেন পুলিশ কর্মী। যদিও এখনও ড্রাইভিং লাইসেন্স আটকে রাখা হয়েছে বলে চালকের দাবি।

{link}

রোগীর পরিবারের অভিযোগ ওই ড্রাইভারের কাছ থেকে ট্রাফিক পুলিশ প্রায় ১০ হাজার টাকা ফাইন দাবি করেছিলেন। কিন্তু গাড়ির চালক সে টাকা দেয়নি। বারংবারই পুলিশের বিরুদ্ধে উঠছে অভিযোগ। যদিও এ ব্যাপারে পুলিশের কোন মতামত পাওয়া যায়নি।

{ads}

Howrah Traffic police news Golabari police station paitent West Bengal সংবাদ হাওড়া

Last Updated :