header banner

বর্ষাকালে জল নিকাশি সমস্যা মেটাতে তৎপর পুরসভা, হাওড়ায় শুরু নালা সাফাইয়ের কাজ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ দেরিতে হলেও শহরের নিকাশি নালাগুলি ডিসেলটিংয়ের কাজ শুরু করলো হাওড়া পুরসভা। বুধবার টিকিয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন নিকাশি নালার সাফাই এর মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। উদ্বোধন করেন পৌর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। ছিলেন কমিশনার ধবল জৈন সহ পুরকর্তারা। পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, আগামী তিন মাস লক্ষ্যমাত্রা নিয়ে শহরের সমস্ত নিকাশি নালার সাফাইয়ের কাজ করা হবে। যাতে আসন্ন বর্ষা দুর্ভোগ কিছুটা কমানো যায়। এছাড়াও বড় রাস্তার নিকাশি নালাগুলি প্রত্যেক ১১ দিনে একবার এবং পাড়ার নিকাশি নালাগুলি সপ্তাহে দুবার করে সাফাই এর কাজ করা হয়। এছাড়াও এইচআইটি ও কেএমডিএর পক্ষ থেকে সাফাই এর কাজ চলছে বেলগাছিয়া ভাগাড় ও ড্রেনেজ ক্যানালে। এখন পৌরসভার এই উদ্যোগ আসন্ন বর্ষাকালে হাওড়াবাসী কে জল জমার কষ্টের হাত থেকে রেহাই দিতে সক্ষম হয় কি না, তাই দেখার বিষয়।

{ads}

Howrah Waterlogging HMC Howrah Municipal Corporation West Bengal হাওড়া সংবাদ

Last Updated :