header banner

করোনায় আক্রান্ত হাওড়া সিটি পুলিশের ১০জন সাব ইন্সপেক্টর ও প্রায় ৩০ জন এএসআই ও কনস্টেবল

article banner

স্বাস্থ্য দপ্তরের পর এবার হাওড়া সিটি পুলিশের অন্দরেও করোনার প্রকোপ। করোনার দ্বারা আক্রান্ত হাওড়া সিটি পুলিশের  বেশ কয়েকজন অফিসার ও কনস্টেবল। পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত দশজন সাব ইন্সপেক্টর ও প্রায় তিরিশ জন এ এস আই ও কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের রাখা হয়েছে হোম আইসলেশনে। 

{link}
অন্যদিকে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এখনো পর্যন্ত প্রায় ১১২ জন স্বাস্থ্য দপ্তরের কর্মী আক্রান্ত। আগে দুজন ডেপুটি সি এম ও এইচ করোনা আক্রান্ত হয়েছেন। এবার ডেপুটি সি এম ও এইচ(১) শতরুপা বসু আক্রান্ত হয়েছেন। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বহু চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। করোনার প্রকোপ পড়েছে হাওড়া পুর নিগম এলাকায়। পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান আক্রান্তের সংখ্যা বাড়ছে। পুরসভার কয়েকজন আধিকারিক ও কর্মী আক্রান্ত হয়েছেন।করোনা সংক্রমন রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে।সচেতনতা বাড়াতে প্রচার চালানো হচ্ছে।থানা এলাকায় সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে।

{link}
কিন্তু পরিস্থিতি যেভাবে খারাপ দিকে যাচ্ছে ও অবনতি ঘটছে তা বাস্তবিক ভাবেই প্রশাসনের কাছে চিন্তার বিষয়। আরও চিন্তা অধিক বেড়ে যাওয়ার অন্যতম কারন যে সমস্ত মানুষ জরুরী পরিষেবার সাথে যুক্ত তারাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন। এহেন অবস্থায় প্রশাসনের তরফ থেকে নেওয়া প্রতিটা পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ন। এবং যে কথা হাওড়া সিটি পুলিশ বারংবার সাধারন মানুষকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করে আসছেন তাও অত্যন্ত গুরুত্ব বহন করছে। কারন পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার ক্ষেত্রে অধিকাংশটাই নির্ভর করছে সাধারন মানুষের সচেতন পদক্ষেপের উপর। যদিও সেহেন সচেতনতা এখনও লক্ষ্য হয়নি সাধারন মানুষের মধ্যে। বিপদ সেইখানেই।

 {ads}

news Howrah Howrah City Police Covid Cases Covid positive corona virus update West Bengal Howrah India হাওড়া সিটি পুলিশ হাওড়া করোনা ভাইরাস

Last Updated :