header banner

হাওড়ার জগদীশপুরে স্কুলের ক্লাসরুমের মধ্যেই দুই ছাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়া জগদীশপুরের একটি স্কুলে ব্যক্তিগত বচসাকে কেন্দ্র করে ক্লাসের মধ্যেই দুই ছাত্রীর মধ্যে তুমুল মারামারি। বুধবার একাদশ শ্রেণীতে ঘটে যাওয়া ঘটনার মুহুর্তের সেই ছবি অন্য এক ছাত্রী মোবাইল বন্দি করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

{link}
এরকম ঘটনা কাম্য নয় বলে স্কুল কর্তৃপক্ষ মনে করছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, ব্যক্তিগত কোনও সমস্যা নিয়েই দুই ছাত্রীর বচসা গড়ায় হাতাহাতিতে। ছাত্রীদের চুলোচুলি করার ছবি ভাইরাল হয়ে যায়। সূত্রের খবর, এদিন একাদশ শ্রেণীর আর্টস বিভাগের  দুই ছাত্রীর মধ্যে ক্লাসরুমের ভিতরেই তৃতীয় ও চতুর্থ পিরিয়ডের মাঝে ব্যক্তিগত সমস্যা নিয়ে হাতাহাতি শুরু হয়। ক্লাসে শিক্ষক না থাকার সুযোগে কাউকে ফোন কল করাকে কেন্দ্র করে দুই ছাত্রীর মধ্যে বচসা শুরু হয়। দুজনেই পরষ্পরকে দোষারোপ করতে থাকে। তারপরেই দুই ছাত্রী কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যেই দুই ছাত্রীকেই আপাতত সাসপেন্ড করেছে বলে জানা গেছে। পাশাপাশি দুই ছাত্রীর অভিভাবকদেরও ডেকে পাঠানো হয়েছে। ভিডিও ভাইরাল হতেই ঘটনাটিকে কেন্দ্র করে বিপুল চাঞ্চল্য ছড়িয়েছে।

{link}

ঘটনাটিকে কেন্দ্র করে উঠছে বেশ কয়েকটি প্রশ্ন, স্কুল মানেই শিষ্টাচার, শিক্ষার্থীদের মধ্যে এহেন অকথ্য গালিগলাজ ও তুমুল মারামারি কি আদৌ গ্রহনযোগ্য? ক্লাসরুমগুলিতেই বা ঠিক কি পরিবেশ তৈরি হচ্ছে? দিদিদের এহেন কাণ্ডকারখানা দেখে ও শুনে ওই স্কুলেরই ছোট ছাত্রীরা কি শিখবেন? স্কুলে ফোন আনার অনুমতিও কি রয়েছে? উল্লেখযোগ্যভাবে এতো প্রশ্ন উঠলেও এর উত্তর এখনও অজানাই।

{ads}

news Howrah Jagadishpur students fight girls fight viral video Jagadishpur Girls High School West Bengal India স্কুল হাওড়া

Last Updated :