header banner

হাওড়াবাসী অপহৃত শিশুকে দিল্লি থেকে উদ্ধার করল মালিপাঁচঘড়া থানার পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ায় অপহৃত শিশুকে দিল্লি থেকে উদ্ধার করল মালিপাঁচঘড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর গত ১৭ ই জানুয়ারি সালকিয়ার এক সাড়ে তিন বছরের শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে তারই এক আত্মীয়। তারপর তাকে নিয়ে চলে যায় দিল্লিতে। এরপর ছেলেকে খুঁজে না পেয়ে ওই শিশুর মা লিখিতভাবে অভিযোগ দায়ের করেন মালিপাঁচঘড়া থানায়। তিনি শিশুর কাকা মনিশ আগরওয়ালের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেছিলেন। 

{link}
এরপরই অপহরণের মামলা শুরু করে তদন্তে নামে মালিপাঁচঘড়া থানার পুলিশ। তদন্ত চলাকালীন হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা থেকে শুরু করে শিশুটির কাকার মোবাইল ফোনও ট্র্যাক করা হয়। গত ২৫ শে জানুয়ারি থানার একটি তদন্তকারী দল দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। শেষ পর্যন্ত গতকাল দিল্লির ইন্দ্রপুরী থানার সাহায্যে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে সম্পূর্ন সুস্থ ওই শিশুটি এখন তার মায়ের কাছে রয়েছে। তাকে সেখানকার আদালতে তোলার পর এখানে নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
{ads}

news Howrah Kidnap child Kidnapping Uncle nephew police Delhi Malipanchghara PS West Bengal India শিশু অপহরন সংবাদ

Last Updated : 3 years ago