header banner

দুর্ঘটনার পর পদক্ষেপ, জেনে শুনে কেনই বা দুর্ঘটনা হতে দেওয়া?

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ  বিষ মদের বিষক্রিয়ার প্রভাবে হাওড়াতে বাড়ছে মৃত্যু। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০। মালি পাঁচ ঘড়া থানার অন্তর্গত ঘুশুড়ি এলাকার গজানন্দ বস্তিতে। স্থানীয় সূত্রে খবর ওই বস্তি এলাকাতে মদ খেয়ে বেশ কয়েকটি মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের সদস্যদের দাবি বিষাক্ত মদের প্রভাবেই তাঁদের মৃত্যু হয়েছে। যদিও অনেক পরিবারে মৃত ব্যক্তিদের শব দাহ করে দেওয়া হয়েছে প্রশাসনকে এই বিষয়ে কিছু না জানিয়েই। পাশাপাশি বেশ কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থাতে বাড়িতেই রয়েছে বলে সূত্রের খবর। যদিও অসুস্থদের মধ্যে কয়েকজনকে স্থানীয় টি এল জয়স্বয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে। ঘুসুড়ির যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেটি একটি শিল্পাঞ্চল। প্রচুর ছোট ছোট কারখানা রয়েছে সেখানে। বহু শ্রমিক কাজ করেন ওই সমস্ত কারখানায়। দিনভর পরিশ্রমের পর সন্ধেয় তাঁরা ওই ঠেকে গিয়ে নেশাভাঙ করেন বলে স্থানীয়েরা জানিয়েছেন। প্রতাপ কর্মকার নামের এক ব্য়বসায়ী ওই চোলাইয়ের ঠেক চালাতেন বলে অভিযোগ। তাঁর উপর রাগ গিয়ে পড়েছে স্থানীয়দের। বিষ মদ কাণ্ডে চারজনের মৃত্যু হলেও বহু ব্যক্তি অসুস্থ হয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই ওই বস্তিতে আসেন হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীন কুমার ত্রিপাঠী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

{link}
গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেই পুলিশ সূত্রের খবর। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে রেয়াত করা হবে না বলেই জানা যাচ্ছে হাওড়া সিটি পুলিশ সূত্রে। যদিও স্থানীয়দের দাবি, গতকাল রাতে আকণ্ঠ পান করার পর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন সকলে। যত রাত বাড়ে, ততই মৃত্যুর মুখে ঢলে পড়তে থাকেন পর পর লোকজন। স্থানীয়দের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে পুলিশ জেনে শুনেও কোন পদক্ষেপ গ্রহন করেনি এই স্থানীয় মদের ব্যাবসার বিরুদ্ধে, কারন এই সকল ক্ষেত্রে নাকি ব্যবসায়ীদের সাথে পুলিশের একটি লেনদেনের ব্যাপার থাকে। এই কারনেই ক্রুদ্ধ হয়েছেন তারা। এখন দুর্ঘটনা ঘটে যাওয়ার পর পদক্ষেপ গ্রহন করছে পুলিশ। কিন্তু আগে কেন শুরুতেই এহেন ব্যবসার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি? তাহলে তো আর এতোগুলো প্রান অকালে ঝরে যেত না। পুলিশের এহেন প্রশ্রয় দেওয়ার কারনেই এই অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যায়। আজ যে বাচ্ছা দুটি তার বাবা কে হারালো, যে পরিবার তার একমাত্র রোজগারের উৎসকে হারালো তাদের ক্ষতি তো অপূরণীয়, তাদের দুঃখ বুঝবে কে? 

{ads}

news Howrah Malipanchghara Ghusuri poisoned food beer 10 dead West Bengal India সংবাদ

Last Updated :