টাকার অভাবে বেতন হল না হাওড়া পুরসভার কর্মীদের। বিশ্বস্ত সূত্রের খবর হাওড়া পুরসভার কর্মীরা সাধারনত মাসের এক তারিখে বেতন পেয়ে থাকেন। আজ ২ তারিখ, কিন্তু এখনও পর্যন্ত হাওড়া পুরসভার কর্মীদের বেতন হয় নি। এই নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে হাওড়া পুরসভার কর্মীদের মধ্যে। সূত্রের খবর হাওড়া পুরসভার কর্মীদের বেতনের ৮৫ শতাংশ দেয় রাজ্য সরকার, বাকি ১৫ শতাংশ টাকা হাওড়া পুরসভা তার আয় থেকে কর্মীদের বেতন দেন। কিন্তু ঘটনা এটাই যে, হাওড়া পুরসভার খরচ দিনের দিন ব্যাপক হারে বেড়ে যাওয়ার কারনে ডিসেম্বর মাসের দ্বিতীয় দিনেও বেতন হল না হাওড়া পুরসভার কর্মীদের। বিশ্বস্ত সূত্রের খবর হাওড়া পুরসভার কর্মীদের বেতন হতে আরও আট দিন লাগার সম্ভাবনা রয়েছে। হাওড়া পুরসভায় ২০১৩ সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এবং বিরোধীরা বারবার অভিযোগ করে যে, হাওড়া পুরসভায় কনট্রাকচুয়াল স্টাফ নেওয়া হয়েছে অস্বাভাবিক হারে, যে কারনে এই বিশাল অঙ্কের ব্যয়ভার কর্পোরেশন বা পুরসভার পক্ষে বহন করে ওঠা ভীষন রকম কঠিন।
{link}
কয়েক বছর আগে হাওড়া পুরসভার কর্মীদের বেতন নিয়ে আরও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেই সময় হাওড়া পুরসভার মেয়র ছিলেন মমতা জয়সওয়াল। পরিস্থিতির সামাল দিতে সেই সময় হাওড়া পুরসভার একজন নামি ঠিকাদারের থেকে সাময়িক সময়ের জন্য মোটা টাকা ধার নিয়ে কর্মচারিদের বেতন দিয়েছিল হাওড়া পুরসভা। এমন ঘটনার নজিরও কিন্তু রয়েছে হাওড়া পুরসভায়। খুব স্বাভাবিক ভাবেই হাওড়া পুরসভার কর্মচারিদের আজকে পর্যন্ত বেতন না হওয়ার কারনে কর্মীদের মধ্যে একদিকে যেরকম ক্ষোভ রয়েছে, তার সঙ্গে রয়েছে একটা উদ্বেগ। প্রথমত হাওড়া পুরসভার কর্মী সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে হাওড়া পুরসভার যে আয় তা গিয়ে ঠেকেছে তলানিতে। যে কারনে শুধুমাত্র ১৫ শতাংশ টাকা এখনও পর্যন্ত পুরসভা যোগাড় করে উঠতে পারে নি। সেই কারনেই আপাতত বেতন দিতে পারছে না পুরসভা, তবে নির্ভরযোগ্য সূত্রের খবর যে ১০ তারিখের মধ্যে হাওড়া পুরসভার কর্মীদের বেতন হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। প্রত্যেক মাসের পে স্লিপের একটি নির্দিষ্ট বিল দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে এবারে ১লা ডিসেম্বর হাওড়া পুরসভার স্থায়ী কর্মীদের বেতন হবে এমন পে শ্লিপের ডেট দেওয়া হয়েছিল। কিন্তু ১লা ও ২রা ডিসেম্বর পেরিয়ে যাওয়ার পরেও কবে বেতন তারা হাতে পাবেন সে সম্পর্কে যথেষ্ট অনিশ্চয়তাও রয়েছে।
{link}
২০১৮ সালে হাওড়া পুরসভার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারনে হাওড়া পুরসভার নির্বাচন হয়নি। আবার শোনা যাচ্ছিল যে ডিসেম্বর মাসের শেষের দিকে হাওড়া পুরসভার নির্বাচন হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত হাওড়া পুরসভার নির্বাচন কবে হবে এই নিয়েও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। এরই মাঝে হাওড়া পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীদের বেতন না হওয়ার কারনে তাদের মধ্যে একটা উদ্বেগও রয়েছে সে বিষয়ে কোন সন্দেহ নেই। কর্মীদের বেতন হয় নি এব্যাপারে অবশ্য হাওড়া পুরসভার কোন কর্তাই এই মূহুর্তে তারা মুখ খুলতে চাইছেন না।
{ads}