header banner

রাস্তায় প্রকাশ্যে যুবককে ফেলে লাথি, অমানবিকতার সাক্ষী হাওড়াবাসী

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ কথায় আছে পুলিশে ছুঁলে আঠারো ঘা,আজ তারই উদাহরন মিলল আরও একবার। প্রিজন ভ্যানে আসামি কে মাদক দেওয়ার অভিযোগে মূক ও বধির এক যুবক কে প্রকাশ্যে রাস্তায় লাথি মারতে মারতে হাওড়া কোর্ট লক আপে নিয়ে গেল পুলিশ।ঘটনার কারনে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষের মধ্যে।  

{link}

পুলিশের অভিযোগ, জেলের আসামিদের প্রিজন ভ্যানে ওই যুবক মাদক দিতে এসেছিলেন।প্রিজন ভ্যানে আসামিদের নিয়ে আসা কর্তব্যরত পুলিশ কর্মীরা সেই ব্যাক্তিকে ধরে ফেলেন।স্থানীয় মানুষের অভিযোগ, পুলিশ কর্মীরা অমানবিক ভাবে ওই যুবকের ওপর প্রকাশ্যে মারধর চালায় ।কিন্তু এ থেকেই প্রশ্ন উঠছে  মাদক দেওয়ার ঘটনা ঘটলে পুলিশ তাকে আটক কিংবা গ্রেফতার না করে প্রকাশ্যে এভাবে মারধর করলো কেন? শুধু তাই নয় এরপর ওই যুবককে  পুলিশ ছেড়েও দেয় বলে স্থানীয় সূত্রের খবর।

{link}

আইনজীবীদের মতে,এটা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়,আইনেরও লঙ্ঘন।কাউকে শাস্তি দেওয়ার কোন অধিকার পুলিশের নেই,সে অধিকার একমাত্র আছে আদালতের।প্রয়োজনে এই বিষয়ে পরে মামলাও হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।এ ব্যাপারে আইনজীবী ও মন্ত্রী অরূপ রায় কে প্রশ্ন করা হলে তিনিও বিষয়টি সম্পর্কে কড়া নিন্দা করেছেন এবং বিষয়টির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য কমিশনারকে জানাবেন বলে মন্তব্য করেছেন।

{ads}

news Howrah Police fight crime criminal arrest Howrah Court West Bengal India হাওড়া পুলিশ সংবাদ

Last Updated :