header banner

সোমবার অগ্নিপথ ইস্যুতে বনধ, অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক জেলা পুলিশ প্রশাসন

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ অগ্নিপথ ইস্যুতে সোমবার ভারত বনধের ডাক দিয়েছে কিছু সংগঠন। বিষয়টির উপর লক্ষ্য রেখেই আগাম সতর্ক হাওড়া পুলিশ প্রশাসন। সেই কারণে হাওড়া ব্রিজ, হাওড়া বাসস্ট্যান্ড সহ একাধিক জায়গায় বহু সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, যাতে বন্ধের সমর্থনে কোনো রকম কোনো অপ্রীতিকীর ঘটনা না ঘটাতে পারে বা ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুত তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। হাওড়া ব্রিজ, শালিমার স্টেশন, সাঁতরাগাছি স্টেশন সহ একাধিক জায়গায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। রয়েছে র‍্যাফ ও কমব্যাট ফোর্স।

{link}
হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ অনুপম সিং জানিয়েছেন, হাওড়া ব্রিজ, হাওড়া বাসস্ট্যান্ড সহ অন্যান্য জায়গায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। যাতে কেউ আইন বিরোধি কোনো রকম ঘটনা না ঘটাতে পারে। পাশাপাশি তিনি জানালেন, আজ সোমবার সপ্তাহের প্রথম দিন। সকালবেলা যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়লে দশটার পর যান চলাচল আরও বাড়বে। পুলিশ সজাগ রয়েছে। যদিও বেলা গড়ালেও কোথাও থেকে সেই ভাবে উত্তপ্ত পরিস্থিতি ও গন্ডোগোলের খবর আসেনি। 
{ads}

news Howrah Protest Bharat Bandh Agnipath Issue Indian Army Recruitment Howrah City Police Kolkata India সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article