header banner

হাওড়ার গঙ্গায় এবার দেখা গেল বিদেশি অতিথি, দর্শনলাভের আশায় ভিড় কৌতূহলী মানুষের

article banner

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ হাওড়ার গঙ্গায় এবার দেখা গেল বিদেশি অতিথি। আর তাকে ঘিরেই কৌতুহল বেড়েছে মানুষের। স্থানীয় সূত্রে জানা যা়চ্ছে বেশ কিছুদিন ধরেই গঙ্গার এই নির্জন এবং ছায়া পূর্ণ শীতল স্থানে পাখিটি অবাধ বিচরণ করছে। কোন জায়গা থেকে এসেছে এই পাখিটি? এখনো পর্যন্ত তার আসল বাসস্থান না জানা গেলেও আপাতত সে শান্তিতেই রয়েছে হাওড়ার গঙ্গার তীরবর্তী অঞ্চলে।

{link}

 প্রসঙ্গত বছর দুই আগে বালির ঘোষপাড়ার একটি জলাশয়ে অবিকল এইরকম একটি পাখি লক্ষ্য করা গিয়েছিল। সেই ঘটনায় লেন্স হাতে পক্ষী প্রেমীরা ভিড় জমিয়েছিলেন ঘোষপাড়ার ওই জলাশয়ে। পরবর্তীকালে জানা যায় পাখিটি আমেরিকান উড ডাক প্রজাতির পাখি। বেশ কিছুদিন সেখানেই আস্থানা করেছিল সে। পরবর্তী কালে পাখিটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রায় তার দু বছর বাদে আবারও হাওড়ায় গঙ্গায় বিদেশি এই পাখির আগমনে স্বাভাবিকভাবেই কৌতুহল ছড়িয়েছে মানুষের মধ্যে। প্রাথমিক ভাবে মনেকরা হচ্ছে, এটি ঠান্ডার দেশের কোন দলছুট পাখি। অনেকে বলছেন এটি আমেরিকান উড ডাক, আবার কেউ কেউ বলছেন এটি কমন পোচার্ড। পোল্যান্ড সংলগ্ন দেশে এই পাখির অবাধ বিচরণ হলেও আমাদের রাজ্যে জলপাইগুড়ি জেলার গাজলডোবা এলাকায় এই প্রজাতির বিদেশি অতিথির মাঝে মধ্যেই দেখা মেলে।

{link}

ভারতবর্ষ তথা দক্ষিণবঙ্গে এখন গরমে ওষ্ঠাগত প্রাণ। তাপমাত্রার পারদ চল্লিশ ছুঁই ছুঁই। কিন্তু ঠান্ডা দেশের এই প্রজাতির পাখি এই সময় এখানে কিভাবে? এই নিয়েই নানান প্রশ্নের উকি ঝুঁকি পক্ষী প্রেমীথেকে সাধারণ মানুষের মনে। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কোন রকম অসুবিধা ছাড়াই পাখিটি দিব্যি বিচরণ করছে হাওড়ার এই গঙ্গার তীরবর্তী অঞ্চলে। অপরদিকে তারা আতঙ্কিত চোরা শিকারি বা দুষ্ট চক্রের হাতে না পড়ে এই সুন্দর বিদেশি অতিথিটি। ফলে ভিনদেশ থেকে আসা এই অতিথির চিন্তায় পক্ষী প্রেমীরা।

{ads}

news Howrah River Ganga International bird bird lovers West Bengal India সংবাদ

Last Updated :