header banner

শহরের সার্বিক পরিস্থিতি এখন শান্ত এবং নিয়ন্ত্রণে, জানাচ্ছেন হাওড়ার নবনিযুক্ত দুই এসপি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: জেলার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নতুন করে কোথাও অশান্তির খবর নেই। ইতিমধ্যেই হাওড়ার যে দুটি থানা এলাকায় সব থেকে বেশি অশান্তি হয়েছিল সেই দুই থানা এলাকা থেকে প্রায় ৫০ জনেরও বেশিজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে একথা জানালেন প্রবীণ ত্রিপাঠি। 

{link}

রবিবার সকাল থেকে তিনি হাওড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিস্থিতি পর্যালোচনা করতে পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেন তিনি। হাওড়ার বিভিন্ন থানা এলাকায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে। পুলিশ পিকেটিং করা হয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি কমব্যাট ফোর্স এবং র‍্যাফ মোতায়েন রয়েছে। এদিন সকালে হাওড়ার নতুন পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি ডোমজুড়, ধুলাগোড় সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, হাওড়া শহরের সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আতঙ্কের ছবি সরে গিয়ে অনেকটাই শান্তির ছবি দেখা যাচ্ছে শহরে। 

{link}

অন্যদিকে একইভাবে, কোলাঘাট ব্রীজের সামনে নাউপালায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।  সেখানে উপস্থিত রয়েছেন হাওড়া গ্রামীণ পুলিশের সদ্য দায়িত্বভার নেওয়া পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়াসহ অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা। বর্তমানে হাওড়া গ্রামীনের পরিস্থিতিও শান্ত ও নিয়ন্ত্রিত রয়েছে বলে জানিয়েছেন তিনি। যার ফলে বর্তমানে পুলিশ সম্পূর্নভাবে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে তা অনেকটাই স্পষ্ট। 
{ads}

news Howrah SP Howrah Rural Howrah Urban SP Howrah City Police new SP Domjur West Bengal India

Last Updated :