header banner

করোনা আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরেছে সালকিয়ার শীতলা মায়ের স্নানযাত্রা উৎসব

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ গঙ্গাপাড়ের শহর হাওড়ায় যে কটি ধর্মীয় উৎসব প্রতি বছর পালিত হয়, তার মধ্যে অন্যতম সালকিয়ার শীতলা মায়ের স্নানযাত্রা। মা যেদিন স্নানের উদ্দেশ্যে মন্দিরের বাইরে বের হন পালকি চড়ে, তখন হাওড়ার এই নির্দিষ্ট অঞ্চলে চোখে পড়ে কার্যত পুরীর জগন্নাথদেবের রথযাত্রার মতো অনেকটা একই জনজোয়ারের ছবি। মায়ের উপর ভক্তদের আস্থা বিপুল। 

{link}
সেই শীতলা মায়ের স্নান যাত্রা উপলক্ষে হাওড়া সালকিয়া চৌরাস্তা মোড়ে মঙ্গলবার সকাল থেকেই কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে হাওড়া সিটি পুলিশ এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। তার পাশাপাশি নজরদারি চলবে সিসিটিভি ক্যামেরায়। কোন আপত্তি  কর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে সেদিকেও নজর দারি রাখবেন হাওড়া সিটি পুলিশ আধিকারিকরা। এর পাশাপাশি সালকিয়া বাধা ঘাটে চলবে কড়া নজরদারি, রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে। শীতলা মায়ের স্নান যাত্রা পুণ্যার্থীদের যাতে কোন অসুবিধা না হয় সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যানবাহন পরিষেবাও সম্পূর্ন নিয়ন্ত্রনে রাখা হয়েছে। করোনা পরিস্থিতিতে এবার আবার ছন্দে ফিরেছে অনেকটাই মানুষের পরিচিত এই উৎসবের আবহ। 
{ads}

news Howrah Salkia Ma Sitala Ma Sitala Snan Yatra Religious festival West Bengal India হাওড়া মা শীতলা স্নান যাত্রা

Last Updated :