header banner

হাওড়া স্টেশনে দুই যাত্রীর থেকে ব্যাগ ছিনতাই, তদন্ত শুরু করেছে পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়া স্টেশনে দুই যাত্রীর থেকে ব্যাগ ছিনতাই। ব্যাগের মধ্যে টাকা ও গহনা ছিল বলে জানিয়েছেন ওই চুরি যাওয়া ব্যাগের অধিকারীরা। মঙ্গলবার রাত নটা নাগাদ হলদিয়া লোকালে পাঁশকুড়ায় আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন বেলঘড়িয়ার এক দম্পতি। ট্রেনটি ১৩ নম্বর প্লাটফর্মে ঢোকার পর ওই দুজন যখন স্টেশন থেকে বেরোনোর চেষ্টা করছিলেন সেই সময় তিন চারজন যুবক প্লাটফর্মে তাদের ঘিরে ধরে বলে অভিযোগ।  সাহায্য করার নামে তাদের টেনে নিয়ে স্টেশনের বাইরে আসে। এরপর দুষ্কৃতীরা তাদের ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। 

{link}
ব্যাগে নগদ আনুমানিক কুড়ি হাজার টাকা এবং বেশ কিছু সোনার গয়না ছিল বলে জানিয়েছেন ওই দম্পতি। রাতেই হাওড়া জিআরপি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। জিআরপির পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এখন আদৌ পুলিশ দোষীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news Howrah Station Bag theft Indian Railways West Bengal সংবাদ

Last Updated :