নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ সর্বাগ্রে আমরা সচেতন হলে গড়তে পারি থ্যালাসেমিয়া মুক্ত দেশ। তার জন্য দরকার একটু সচেতনতা, সন্তানের বয়স ১৪ হলেই সে থ্যালাসেমিয়ার বাহক কি না, জেনে নিতে পারলে সেই ক্ষেত্রে এই মারন ব্যাধী কে আটকানো তখন আর কঠিন কাজ হবে না। মারন ব্যাধীর চিকিৎসা করতে গিয়ে অনেকেই সর্বস্বান্ত হচ্ছেন, অনেকেই দুশ্চিন্তার প্রহর গুনছেন। অথচ একটু সচেতন হলেই মারন ব্যাধীর হাত থেকে আমরা নিস্কৃতি পেতেই পারি।
{link}
৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রোটারি ক্লাব অফ হাওড়ার উদ্যোগে মানুষকে সচেতন করতে হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের ক্রিয়া প্যাথোলজিক্যাল ল্যাবের সামনে থেকে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রেসিডেন্ট ডঃ বুলা মুখোপাধ্যায় এবং সার্ভিস ম্যানেজার মায়া পাল। মিছিলে পা মিলিয়েছিলেন রোটারি ক্লাবের সদস্য সহ সাধারন সচেতন মানুষজন। ব্যাঁটরা ও হাওড়া থানার বিস্তির্ন এলাকা জুড়ে এই র্যালি পরিক্রম করার পর শেষ হয় হাওড়া ময়দানের রোটারি ক্লাবের সামনে। থ্যালাসেমিয়া মুক্ত দেশ গড়ার জন্য একাধিক পরিকল্পনা গ্রহন করেছে রোটারি ক্লাব। অপেক্ষা শুধুমাত্র মানুষের সাহায্যের। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ সচেতন হবে কবে, কবেই বা গড়ে উঠবে থ্যালাসেমিয়া মুক্ত দেশ।
{ads}