header banner

হাওড়ার বিভিন্ন জায়গাতে ট্রাফিক পুলিশের দৌরাত্ম্যের প্রতিবাদে মিছিল ক্যাব চালকদের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়া স্টেশন সংলগ্ন ও হাওড়ার বিভিন্ন জায়গাতে ট্রাফিক পুলিশের দৌরাত্ম্যের প্রতিবাদে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিককে ডেপুটেশন দিলেন সিটু সমর্থিত কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর এন্ড ড্রাইভার'স ইউনিয়নের সদস্যরা। 

{link}

বুধবার সকালে হাওড়ার ডিউক লাইব্রেরীর সামনে থেকে সিটি পুলিশের ট্র‍্যাফিক ও পুলিশের ডেপুটি কমিশনারের অফিস পর্যন্ত এক মিছিল করেন অ্যাপ ক্যাব চালকরা। ক্যাব চালকদের সাথে পুলিশের খারাপ ব্যাবহার ও অন্যায়ভাবে জরিমানা করাসহ কয়েকদফা দাবী নিয়ে এদিন মিছিলে পা মেলান প্রায় শতাধিক ক্যাব চালক। এদিন কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর আন্ড ড্রাইভার'স ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, হাওড়ার বিভিন্ন ট্রাফিক সার্জেন্টরা প্রায়শই ক্যাব চালকদের সাথে খারাপ ব্যাবহার করে থাকেন। বেশ কিছু ক্যাব চালকদের এর আগে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। 

{link}

এছাড়াও তিনি আরও জানান, হাওড়া স্টেশন সংলগ্ন ওলা উবের এর যে বৈধ পার্কিং রয়েছে সেটা ব্যাতীত স্টেশন সংলগ্ন আরও একটি অবৈধ পার্কিং রয়েছে। সেই পার্কিং এর চালকদের সাথে পুলিশদের টাকাপয়সার লেনদেন আছে বলেও তিনি অভিযোগ করেন। যার ফলে বৈধ ক্যাবের চালকদের গাড়ি পার্কিং করার সময় বিভিন্ন সমস্যার সমুক্ষীন হতে হচ্ছে।

{ads}

news Howrah Howrah Traffic Police App Cab Drivers West Bengal সংবাদ

Last Updated :