header banner

বালটিকুরিতে দুয়ারে সরকার ক্যাম্পে উত্তপ্ত পরিবেশ, পদপিষ্ট হয়ে আহত বেশ কয়েকজন

article banner

দুয়ারের সরকার কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত পরিবেশ হাওড়ায়। হাওড়ার ৫০ নম্বর এবং ৪৯ নম্বর ওয়ার্ডের ক্যাম্পে আজ সকালে হুড়োহুড়ির কারনে পদপিষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। সকালে মানুষদের এই দুয়ারে সরকার ক্যাম্পে ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকার মানুষদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কারনে যখন তারা ঢোকার চেষ্টা করে বেশ কয়েকজন পদপিষ্ট হয়ে যায়। তাদেরকে রেস্কিউ করে হাওড়া জগদীশপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের প্রাথমিক চিকিৎসা করা হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে সূত্রের খবর।

{link}
ঘটনাস্থলে ব্যাপক পুলিশ নামানো হয় বেশ কয়েকজন মহিলা হাওড়া আমতা রোড অবরোধ করার চেষ্টা করে পরবর্তী সময়ে সেই ঘটনাস্থলে দাস নগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। লাইনের জন্য দুটি জায়গায় ক্যাম্প করা হয়েছে একটি মুক্তারাম হাই স্কুল ও একটি মাঠ প্রাঙ্গণে এই দুয়ারে সরকারকে খোলা হয়েছে এই নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এলাকার সামাল দিতে র্যা ফ নামানো হয়।

{link}
উল্লেখযোগ্যভাবে দুয়ারে সরকার ক্যাম্প ঘিরে এহেন ঘটনা নিত্য চোখে পড়েছে হাওড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। গতকালই প্রায়সই এরকম একই ঘটনা চোখে পড়েছিল হাওড়ার সাঁতরাগাছির কেদারনাথ স্কুলের দুয়ারে সরকার ক্যাম্পে। নিত্য এহেন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় রীতিমত চাপে পড়েছে পুলিশ প্রশাসন। বজায় থাকছেনা কোভিড বিধিও। পরিস্থিতি যথেষ্ট চিন্তাজনক। 
{ads}

news Howrah West Bengal Baltikuri Duare Sarkar Police Campaign TMC হাওড়া পশ্চিমবঙ্গ সংবাদ

Last Updated :