header banner

সেলুনে গিয়ে নিখোঁজ, হাওড়ায় অবশেষে আজ বাবাকে খুঁজে পেলেন বর্ধমানের দুই সন্তান

article banner

নিজস্ব সংবাদদাতাঃ সেলুনে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বৃদ্ধ। টানা আট দিন পর অসুস্থ অবস্থায় হাওড়ায় একটি ফ্যাক্টরির সামনে উদ্ধার করা হয়। অবশেষে আজ নিখোঁজ হওয়া বাবাকে ফিরে পেলেন তার দুই ছেলে। হাওড়ায় ফের আরও একবার নিখোঁজ পরিবারের মানুষকে খুঁজে পাওয়ার ঘটনা প্রকাশ্যে। 

{link}
চুল দাড়ি কাটার জন্য বাড়ী থেকে গত ১৩ই জানুয়ারি বেরিয়ে নিখোঁজ হয়ে গেছিলেন বর্ধমানের ভাতার এলাকার বছর ৬৮ বাসিন্দা মইনউদ্দিন শেখ। পিতার  নিখোঁজের ঘটনায় বর্ধমানের ভাতার থানায় একটি ডায়রি ও করেন তার দুই সন্তান। কয়েকদিন আগেই ওই বৃদ্ধকে হাওড়ার বার্নস্ট্যান্ডার্ড ফ্যাক্টরির সামনে অসুস্থ অবস্থায় দেখতে পান এক মহিলা সমাজসেবী। এর পরেই তাকে হাওড়া হাসপাতালে ভর্তি করেন তিনি। সেবা শুশ্রষা চলার কিছুদিন পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে ওঠার পর ওই ভদ্রলোককে তার নাম ও ঠিকানা জিজ্ঞাসা করা হয়। তিনি তার নাম এবং ঠিকানা বলার পরেই যোগাযোগ করা হয় পরিবারের সঙ্গে। তারপরেই আজ তার পরিবারের লোক এসে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।

{link}
এদিন মঈনউদ্দিন শেখ-এর পরিবার থেকে তার দুই ছেলে হাসপাতালে এসে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। সমাজসেবী সংগঠন এর সেই মহিলাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি হারানো বাবাকে ফিরে পাওয়ার আনন্দে কান্নায় ভেঙ্গে পড়েন তারা। ফের একবার মানবিকতার নজির গড়ে উঠল গঙ্গাপারের এই জেলার বুকে। কিছুদিন আগেই হাওড়া রামকৃষ্ণপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে নিজের বাবা কে খুঁজে পেয়েছিলেন উত্তরবঙ্গের এক যুবক। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হয়ে আবারও নিজের বাবা কে ফিরে পেলেন বর্ধমানের দুই সন্তান। 
{ads}

news Howrah missing father son Burdawan Saloon West Bengal India হাওড়া সংবাদ

Last Updated :