header banner

হাওড়ায় মানসিক অবসাদে আত্মহত্যা অবসরপ্রাপ্ত প্রাক্তন সরকারি কর্মচারীর

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ মানসিক অবসাদে আত্মহত্যা করলেন সরকারি সংস্থায় কর্মরত অবসরপ্রাপ্ত এক ব্যক্তি। রবিবার সকালে হাওড়ার জগাছা থানা এলাকার ঘটনা। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃতের নাম অমরেন্দ্র নাথ মাইতি, বয়স ৬৭ বছর। তিনি অবসর নেওয়ার পর তাঁর পেনশন চালু হয়েছিল। কিন্তু গত লকডাউন থেকে পেনশন আচমকাই বন্ধ হয়ে যায়। আদালতের নির্দেশে ফের তা চালু হয়েছিল। কিন্তু গত জুন মাসের পর আবার নতুন করে তার পেনশন বন্ধ হয়ে যায়। এরপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।

{link}
স্থানীয় সূত্রে খবর এই মানসিক অবসাদ ছাড়াও বয়সজনিত কারণে তিনি বিভিন্ন শারীরিক সমস্যাতেও ভুগছিলেন। পরিবারের অবস্থা সচ্ছল ছিল না। চিকিৎসার খরচ জোগানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। এসব কারণেই মানসিক অবসাদে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে অনুমান। পরিবারের দাবি তিনি মৃত্যুর কারণ হিসেবে একটি চারপাতার সুইসাইড নোট লিখে গেছেন। যেখানে তিনি রাজ্য সরকার এবং পেনশন বিভাগের বিরুদ্ধে ক্ষোভের কথা লিখে গিয়েছেন। মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
{ads}

news Howrah old man committed suicide Mental health West Bengal India সংবাদ

Last Updated :