header banner

স্কুলে জল খেতে গিয়ে বাঁকড়ায় বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রী, ভর্তি হাসপাতালে

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ স্কুলে পড়তে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন স্কুলছাত্রী। স্কুলের একোয়াগার্ডে জল খেতে গিয়ে আচমকাই সোমবার বিদ্যুৎপৃষ্ট হয় একটি চতুর্থ শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটে বাঁকড়ার মিশ্র পাড়া শিক্ষাকেন্দ্রে। পুলিশ জানিয়েছে ওই ছাত্রীর নাম আফরিন পারভিন, বয়স ন বছর। ইতিমধ্যে সেই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে গিয়ে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তারেরা।

{link}
স্কুলের অন্য ছাত্রী ও স্টাফদের থেকে জানা গেছে, সোমবারও অন্য দিনগুলির মতোই শুরু হয়েছিল স্কুল। কিছ সময় পেরোনোর পর দুপুর ১২ টার সময় স্কুলের একোয়াগার্ডে জল খেতে আসে আফরিন। সেখানেই হঠাতই সে বিদ্যুৎসৃষ্ট হয়। এই বিষয়টি নিয়েই প্রশ্ন উঠছে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার। যেখানে কয়েক হাজার শিশু পড়াশোনা করে, সেখানে এহেন দুর্ঘটনা ঘটে কিভাবে? নিরাপত্তা নেই কেন? যে শিশুরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য বিদ্যালয়ে শিক্ষা গ্রহন করতে আসে সেখানেই তারা নিরাপদ নয়। স্কুল কতৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে রীতিমতো শঙ্কা জেঁকে বসেছে ছাত্রীদের পরিবারের মধ্যে। পরবর্তিকালে ঠিকমতো দেখভাল না হলে আরও বড়ো কোন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। 
{ads}

news school student girl student electric shock Bankra Mishra Para School West Bengal India সংবাদ

Last Updated :