header banner

হাওড়ায় উদ্বোধিত নবনির্মিত ওলাবিবিতলা ভূগর্ভস্থ জলাধারে পাইপলাইন প্রতিস্থাপন পর্ব

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ মধ্য হাওড়া ও দক্ষিণ হাওড়ায় পানীয় জল সরবরাহের লক্ষ্যে হাওড়া পুরনিগম কর্তৃক নবনির্মিত ওলাবিবিতলা ভূগর্ভস্থ জলাধারে পাইপলাইন প্রতিস্থাপন পর্বের উদ্বোধন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। হাওড়ার ওলাবিবিতলা এইচআইটি ময়দানে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী, কমিশনার ধবল জৈন  সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী অরূপ রায় জানান, এই প্রকল্পের ফলে আগামী দিনে মধ্য হাওড়া এবং দক্ষিণ হাওড়ার বিস্তীর্ণ  এলাকার সাধারণ মানুষে জলের সংকট থেকে মুক্ত হবেন। আগামী গ্রীষ্মের আগেই মধ্য হাওড়া এবং দক্ষিণ হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। গ্রীষ্মকালীন জলের যে সংকট তৈরি হয় হাওড়া শহরে মধ্য হাওড়া এবং দক্ষিণ হাওড়ায় এই পাইপ লাইন সংযোগ এর পর জল সরবরাহ হলে সেখানে প্রচুর মানুষ উপকৃত হবেন বলে মন্ত্রী জানান। 

{link}
উল্লেখযোগ্যভাবে প্রতি বছরই গ্রীষ্মে প্রবল জলসংকটের সম্মুখীন হন হাওড়ার কয়েকটি নির্দিষ্ট অঞ্চলের মানুষ। অভিযোগ আসতে থাকে একাধিক স্থান থেকে। এখন এই প্রকল্পের ফলে এই সমস্যার সমাধান আদৌ মেলে কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news Howrah water crisis pipeline underground water Arup Roy HMC West Bengal India পানীয় জল

Last Updated :