header banner

মর্যাদার সঙ্গে রাজ্যের পাশাপাশি বীরভূমের সিউড়িতেও পালিত হুল দিবস

article banner

নিজস্ব সংবাদদাতাঃ মর্যাদার সঙ্গে রাজ্যের পাশাপাশি বীরভূমেও পালিত হল হূল উৎসব। আজ সিউড়ি সিধু কানহো প্রাঙ্গণে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে হূল বিদ্রোহের নায়ক সিধু কানহু তথা ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্য দান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। 

{link}

মূর্তিতে মাল্যদান করার পর তিনি হুল বিদ্রোহে আদিবাসী সমাজের অবদানের কথা তুলে ধরেন। তার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তর এর কর্মাধ্যক্ষ অরুণ সাহা অনগ্রসর শ্রেণী ও কল্যাণ দপ্তরের আধিকারিক সমরজিৎ চক্রবর্তী। পরে ১৬৮ তম হুল দিবসে শহীদ বেদি সহ আদিবাসী নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মাল্যদান করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার রামচন্দ্র ডোমের নেতৃত্বে বামপন্থী গণসংগঠনের কর্মী ও নেতৃত্ব। 
{ads}

news Hul Diwas 2022 Birsa Munda Sidhu Kanhu Siuri Birbhum West Bengal India সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article